আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০১
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা উত্তর চট্টগ্রামের ১ মীরসরাই আসন। এখানে বিএনপি’তে খুব বাঘা বাঘা নেতা রয়েছে বলে দীর্ঘদিন নিজেরা নিজেদের কব্জির বাহাদুরী দেখিয়ে আসছে! মূলত: তারা কেউ-ই আজোতক বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কোনো কিছু-ই করে দেখাতে পারেনি! অবশ্য, বলাবাহুল্য যে, অতিতের কোনো এক সময় নুরুল আমিন চেয়ারম্যান এর নের্তৃত্বাধীন দু’একটি সভা/সমাবেশ- মিছিল করতে দেখা গিয়েছিলো। আর এর ফাঁকে টুকটাক বিভিন্ন ভাবে কিছু প্রোগ্রাম শাহিদুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে ও হতে দেখা গিয়েছে। তা কিন্তু, দীর্ঘ ৮/১০ বছর আগের কথা! এর পর থেকে মীরসরাই বিএনপি’র ব্যানারে যদি ও বা মীরসরাই উপজেলার প্রোগ্রাম চট্টগ্রাম শহরে করার রেওয়াজ এ পরিনত হয় কিন্তু তা মীরসরাইতে করতে দেখা যায়নি! তবে, এ ও সত্য যে, বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করার পর দু’এক বছর কোনো রকম থাকলে ও পরবর্তী সময়ে তারা মারমুখী আচরণ শুরু করে দেয়। যার কারণে বিএনপি কোনো প্রোগ্রাম- ই করতে পারেনি মীরসরাইতে! এমন কি এখনো যে পারছে না তাও মিথ্যে নয়। কিন্তু, কথা থেকে যায়, রাজনীতি করতে গেলে মীরসরাই বিএনপির মতো এমন হওয়া কি যুক্তিযুক্ত? তবে, এ প্রসঙ্গে কেউ কেউ খোড়া যুক্তি উপস্থাপন করে বলতে চাচ্ছেন, মীরসরাই বিএনপি’র রাজনীতিতে গ্রুপিং-দ্বন্দের কারণে দলের আজকের এ অবস্থা। এমনোতর: অবস্থায় বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে হার্ডলাইনে অবস্থান করার ইঙ্গিত অনুসারে নানাবিধ: কঠোর কর্মসূচি নিয়ে আগুয়ান রয়েছে। এমতাবস্থায় ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোড মার্চ ঘোষণা করেছিলো। যাহা কুমিল্লা হয়ে ফেনী এবং ফেনী থেকে চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলা হয়ে চট্টগ্রাম প্রবেশ করার কথা ছিলো। কিন্তু, অনিবার্য কারণ বশত: তা পিছিয়ে করা হয়েছে ৩ অক্টোবর। বর্তমানে লন্ডনে অবস্থান রত: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব রত: দলের যে নেতা উক্ত কর্মসূচি পালনে ব্যর্থতার পরিচয় দিবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনোতর: সিদ্ধান্ত অনুযায়ী মীরসরাই উপজেলা বিএনপি এবং এর নের্তৃত্বাধীন অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর নেতা-কর্মীরা কি প্রস্তুত উক্ত প্রোগ্রাম সফল/সাকসেস করতে? অনেকেই বলছেন, মীরসরাই উপজেলায় বিএনপির শক্তি এখনো হ্রাস পায়নি বরং অনেক বেড়েছে। তবে, মীরসরাই উপজেলা বিএনপি’তে কোনো গ্রুপিং-দ্বন্ধ/ দলাদলি যদি না থাকে এবং সকল নেতা যদি এক হয়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মাঠ/রাস্তায় নামে তাহলে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই টিকে থাকতে পারবে না। এমন কি, যদি পুলিশ বাহিনী কে নিয়ন্ত্রনে রেখে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করাতে পারে তাহলে সরকার পতন আন্দোলন’র শেষ পেরেক এখান থেকেই গ্রথিত হবে। আর এর পরিপ্রেক্ষিতে মীরসরাই উপজেলা বিএনপি’র কি প্রস্তুতি রয়েছে তা মীরসরাই উপজেলা বিএনপি’র দায়িত্ববান নেতারা ছাড়া অন্য কেউ বলতে পারবেন না। তবে, অস্তিত্ব টিকিয়ে রাখতে মীরসরাই উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে সবাই কে এক কাতারে নিয়ে আসতে সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |