আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৯
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নোবেল ইসলাম সূর্য এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিতুমীর কলেজের বিভিন্ন নিরাপত্তা কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরা।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নোবেল ইসলাম সূর্য এর নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নৈশপ্রহরী,নিরাপত্তা কর্মকর্তদের শীতবস্ত্র প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের এমন কার্যক্রমকে প্রশংসা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ বলেন, ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনের পদচারণা হোক এবং তারা যেন শিক্ষার্থী ও কর্মচারী বান্ধব হয়। আর শীতে স্টাফদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা আসলেই প্রশংসনীয়। এতে অসহায় দুস্থদের শীতের কষ্ট অনেকটা লাঘব হবে।
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নোবেল ইসলাম সূর্য বলেন, আজ থেকে কলেজের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে শুরু করলাম। ধাপে ধাপে আমি এই কলেজের বাকি স্টাফদের এবং অসহায়-দুস্থদের মাঝে এ কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |