আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৪
বিডি দিনকাল ডেস্ক :- দুই নির্বাচন কমিশনার ও ইসি’র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল সকালের দিকে তিনি প্রথমে ইসি মো. আলমগীরের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় সাক্ষাৎ করেন বলে এই ইসি’র দপ্তর সূত্র জানিয়েছে। ইসি আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে আরেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও ইসি মো. আনিছুর রহমানের কক্ষে উপস্থিত ছিলেন বলে জানায় তার দপ্তর। এ বিষয়ে জানতে ইসি মো. আনিছুর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এর যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে নির্বাচন কমিশনারদের সঙ্গে মোহাম্মদ হারুন অর রশীদের কী বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করতে রাজি হয়নি ইসি’র কর্মকর্তারা।
এর আগে গত গত ৭ নভেম্বর মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনটি গোয়েন্দা সংস্থার প্রধান। ইসি সূত্র জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সিইসি’র সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর সেদিন বিকালে সিইসি’র সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল ১৫ই নভেম্বর বা পরের দিন ১৬ই নভেম্বর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইসি সচিবও গতকাল এমনটাই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, মাননীয় কমিশন থেকে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা বলা হয়েছে। সুতরাং প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, আপনারা অপেক্ষা করুন। তবে নির্বাচন কমিশনের কেউ কেউ বলছেন, ১৬ই নভেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা আসতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, আগের জাতীয় নির্বাচনগুলোতে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে। এদিকে প্রথা অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভাষণের মাধ্যমে জাতির কাছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সূচি তুলে ধরেন। সেজন্য তফসিল ঘোষণার দিন নির্বাচন ভবনে ভাষণ রেকর্ডিংয়ের জন্য প্রস্তুতি নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ডিংয়ের প্রস্তুতি নিতে বিটিভিকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে ইসি’র তরফ থেকে। তফসিল ঘোষণার দিন তাৎক্ষণিক কমিশন সভার নোটিশ ও বিটিভি’র চিঠি জারি করার মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |