আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৬
এস, এম,মনির হোসেন জীবন- রাজধানীর গাবতলি সংলগ্ন আমিন বাজার এলাকায় তুরাগ নদের কয়লার ঘাট এলাকায় যাএীবাহী ট্রলার ডুবির ঘটনায় আজ দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও এক পুরুষ। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে।
এদিকে, আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, ফায়ার সার্ভিস সদরদপ্তরের ফায়ার ফাইটার আনিছুর রহমান জানান, তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় গত তিন দিনে এখন পর্যন্ত মোট ৭ জনের মরদেহ উদ্বার করা হয়েছে। তারা হচেছ – শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪)। বাকী অত্তাত দুই জনের নাম জানা যায়নি। তারা একজন পুরুষ অন্যজন নারী।
তিনি জানান, আজ সোমবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে তুরাগ নদের বসিলা ব্রিজের নিচে এক অত্তাত নারীর মরদেহ তুরাগ নদের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন ফারায় সার্ভিসকে খবর দেয়। পরে দি লাইফ শেভিং ফোর্স বাহিনীর সদস্যরা ঘটনাস্হলে গিয়ে নিহতের লাশ উদ্বার করে। তবে, এখনও পর্যন্ত ওই নারীর নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটিরত এ কর্মকর্তা আরো বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে সাভারের মুক্তারপুর ব্রিজের নিচ স্থানীয় লোকজন এক পুরুষের লাশ পানিতে ভাসতে দেখে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনদের সূএে জানা যায়, গত শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গাবতলি সংলগ্ন আমিন বাজার তুরাগ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের লোকজন নদীতে তল্লাশি অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষসহ মোট ৭ জনের লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ গুলো নৌ পুলিশের নিকট হস্তান্তর করেন। এরপর নৌপুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশ নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন। এবিষয়ে নৌ পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |