আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৩
ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় এক মালাওয়ি নাগরিকের হাতে খুন হয়েছেন এক বাংলাদেশি যুবক। তার নাম জাহিদ হাসান জিতু (৩৫)।
ঘুমন্ত জাহিদকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২০ নভেম্বর গভীর রাতে ইস্টার্নকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, জাহিদু্ল হাসান জিতু অন্য এক আফ্রিকার মালাওয়ি নাগরিকের সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন দোকানে চাকরি করে আসছিলেন।
শুক্রবার রাতে ঘুমিয়ে যাওয়ার পর জিতুর সহকর্মী রিচার্ড রাতের কোনো এক সময়ে ঘুমন্ত হাসানকে মাথায় হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মোবাইল, টাকা-পয়সা, সিগারেট, মূল্যবান জিনিসপত্র লুট করে রাতে দোকান ছেড়ে পালিয়ে যায়।
বাংলাদেশিরা আরও জানান, নিহত জাহিদ হাসান জিতুকে যে মালাওয়ি নাগরিক হত্যা করে পালিয়েছে তাকে মাত্র দিন আগে ওই দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ করে বাংলাদেশি দোকান মালিক।
স্থানীয় প্রবাসীরা বলছেন, জিতুর হত্যা পেছনে মালিকের কোনো ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখার জন্যে।
যেহেতু নিহত জিতু দীর্ঘ পাঁচ বছর একই দোকানে চাকরি করে আসছিলেন সেক্ষেত্রে বাংলাদেশি দোকান মালিকের কাছে কি পরিমাণ বেতন বাবদ অর্থ পাওনা আছে সে বিষয়ে জানা দরকার।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |