আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০০
‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী কর্মকাণ্ড কে কেন্দ্র করে ছাত্রলীগের বিবধমান: দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এ মারামারির ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা চলাকালীন সময়ে সভাস্থলে প্রবেশ করা নিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ মাসুদের সাথে পৌরসভা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা দু’গ্রুপের কর্মী সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। শীর্ষ নেতৃবৃন্দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তা নিরসন হলেও এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, পৌর ছাত্রলীগের সভাপতি জয় (২৭), সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (২৬), সাংগঠনিক সম্পাদক সৌরভ দাশ (২২), দপ্তর সম্পাদক মো. ইরফান (১৯) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কাকন সেন (২২)। এরা সবাই দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আবুল কালােমের অনুসারী হিসেবে পরিচিত। তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পৌর ছাত্রলীগের (একাংশের) সভাপতি এ ঘটনায় আহত জয় দে অভিযোগ করে বলেন, তারা নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ.জ.ম নাছিরের ডাকে সাড়া দিয়ে নৌকার সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন। এ অবস্থায় সভা চলাকালীন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ও জাবেদ হোসেনের নেতৃত্বে তাদের ছেলেরা লাঠিসোটা নিয়ে অতর্কিত তাদের উপর দুই দফায় হামলা চালিয়ে আহত করেন। পৌরসভা ছাত্রলীগের অপর অংশের সভাপতি জাবেদ হোসেন বলেন, নেতাকর্মীদের নিয়ে সভা চলছিলো। এ সময় তারা জোর করে সভাস্থলে প্রবেশ করতে চেষ্টা চালায়। এ নিয়ে আমাদের সাথে তর্কে জড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি খালেদ মাসুদ এ ঘটনার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনকে দায়ী করে বলেন, তার সরাসরি ইন্ধনে এ ঘটনা সংঘটিত হয়েছে। এর সাথে ভিন্নমত পোষণ করে দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, আমি মঞ্চে ছিলাম। প্রবেশ নিয়ে একটু ঝামেলা হয়েছে শুনেছি। বাইরে কি হয়েছিলো তা আমি জানিনা। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় নির্বাচনের দায়িত্বের বাইরের লোকজন ঢুকতে চেয়ে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছে। তাই হয়তো স্বেচ্ছাসেবীরা বাঁধা দিয়েছে। তবে সভাস্থলে এর কোন প্রভাব পড়েনি বলে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে অনুষ্টান সম্পন্ন হয়েছে। জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষ হতে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় নৌকার সমর্থনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |