- প্রচ্ছদ
-
- ঢাকা
- দক্ষিণ তারাবুনিয়ার শাহজালাল মাল ৩য় বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন
দক্ষিণ তারাবুনিয়ার শাহজালাল মাল ৩য় বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মাল তৃতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় জেলা প্রশাসক পারভেজ হাসান তাঁর কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান। পরে শাহজালাল মাল সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি দক্ষিণ তারাবুনিয়ার মানুষের ভালবাসায় সিক্ত। তারা তিন বার আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি তাদের কাছে ঋণী। আমি সারাজীবন দক্ষিণ তারাবুনিয়ার মানুষের পাশে থাকতে চাই, তাদের সেবা করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশিবার্দ কামনা করছি।
Please follow and like us:
20 20