আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৭
এম, এ কাশেম, চট্টগ্রাম: বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করে দলের জন্য বিশেষ অবদান রাখা প্রবীণ দল নিবেদিত ব্যাক্তিরা বলেছেন- শুধু এক এলাকা-ই নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে বিএনপির নিবেদিত প্রাণ অনলাইন যোদ্ধারা। যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকার পর ও দলের জন্য লিখনির মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। এবং জীবনের নিরাপত্তার কথা মাথায় না রেখে দিন-রজনী অবিরাম ভাবে লিখে চলেছেন সরকারের বিরুদ্ধে এবং দলের পক্ষে। অথচ, দলীয় ওই সব পত্রিকা এবং দলীয় সাংবাদিকরা দলীয় নেতাদের কাছে রিতিমতো উপেক্ষিত! তাই বিএনপি নেতাদের উদ্যেশ্যে বলা যায়-স্ব, স্ব এলাকার দলের দায়িত্ববান নেতারা তাদের নিজ নিজ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই সব অনলাইন যোদ্ধাদের এবং দলীয় সাংবাদিক ও দলীয় পত্রিকা কে প্রাধান্য দিতে হবে। এবং ওই সব দল নিবেদিত অনলাইন যোদ্ধা ও সাংবাদিকদের খোঁজ নিয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে সাহস যুগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, ওই সব দল নিবেদিত অনলাইন যোদ্ধা এবং সাংবাদিকরা নিজ এলাকার দলীয় নেতা-কর্মীদের যে কোনো ধরনের অত্যাচার-নির্যাতন সহ সরকারি দলের নেতা-কর্মীদের বিভিন্ন দিক তুলে ধরছেন প্রায়শ:ই। এ ছাড়া নিজ এলাকার গন্ডি পেরিয়ে সরকার, মন্ত্রী, এমপি ও সরকারি দলের নেতাদের সহ সরকারের দালালীতে মশগুল থাকা স্বজনপ্রীতি এবং দূর্নীতিতে নিমজ্জিত প্রশাসনিক কর্তাব্যক্তিদের স্বচিত্র সংবাদ তুলে ধরছেন প্রতি নিয়ত:। কিন্তু, তাদের কে সহযোগিতা করার মতো দলীয় নেতাদের বড্ড অভাব রয়েছে বলে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া সংবাদে জানা গেছে। ওই সব অনলাইন যোদ্ধা ও দলীয় সাংবাদিকরারা নিজের এবং পরিবার-পরিজনের নিরাপত্তার কথা চিন্তা না করে দলের জন্য চিন্তা করতে পারলে দায়িত্ববান নেতারা কেনো তাদের জন্য কিছু করতে পারবেন না? যদি দলীয় ভাবে তাদের জন্য কোনো ভুমিকা রাখা না হয় যারা লেখা লেখি করে বিএনপির রাজনীতির জন্য বলিষ্ঠ অবদান রেখে চলেছেন তা হলে তারা অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়বে। আর এতে করে দলের জন্য খারাপ বৈ ভালো হবে না। স্ব, স্ব এলাকায় দলের দায়িত্ববান নেতাদের অবশ্যই ভাবনায় রাখতে হবে যে, ওই সব দল নিবেদিত অনলাইন যোদ্ধা এবং সাংবাদিকরা তাদের জন্য ব্যাক্তিগত ভাবে যাহা করছে তার বাইরে দলের জন্য ঢের বেশী করে চলেছে। আর এতে করে তাদের যেমন লাভ হচ্ছে তার চেয়ে অধিকগুন বেশী লাভ হচ্ছে দলের। যে সব নেতারা দলকে ভালোবাসেন এবং দলের জন্য নিবেদিত তারা অবশ্যই দলের ভালো চাইবেন বৈ কোনোক্রমেই মন্দ চাইবেন না। সুতরাং, দলীয় নের্তৃবৃন্দের মধ্যে যার যার এলাকার যে সব অনলাইন যোদ্ধারা রয়েছেন বা দলীয় সাংবাদিক রয়েছেন তাদের কে কাছে ডেকে নিয়ে শক্তি-সাহস যোগান দিতে হবে বলে অভিজ্ঞতা সম্পন্ন অনেকেরই অভিমত। এ ছাড়া-দলের কেন্দ্রীয় হাই কমান্ড ও বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তথ্যানুসন্ধান এর মাধ্যমে সারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই সব অনলাইন যোদ্ধাদের এবং দল নিবেদিত সাংবাদিকদের তালিকা করে তাদের জন্য পর্যাপ্ত কিছু করার ও দায়িত্ব রয়েছে। কেন্দ্রীয় ভাবে সারা দেশের প্রত্যেক টি জেলা ও উপজেলায় দলের দায়িত্ব থাকা নেতাদেরকে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা ও দিয়ে যেতে হবে বলে দলের প্রবীণ একাধিকজন তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, যারা দলের জন্য মরণ-পণ ভূমিকা রাখবে তাদের জন্য দল/দলের দায়িত্ববান নেতারা যদি কিছু না করেন তাহলে তো দলের জন্য অবশ্যই খারাপ হবে। লেখক : ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’, নিজস্ব প্রতিনিধি দৈনিক দিনকাল’ ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশ ‘কমল’ নিউজ ডট কম চট্টগ্রাম।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |