আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৩২
বিডি দিনকাল ডেস্ক :- গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সে রীতিমতো উড়ছিল নেদারল্যান্ডস। ৮ গোল দিয়েছিল প্রতিপক্ষের জালে। চেক প্রজাতন্ত্র তৃতীয় হয়ে শেষ ষোলোয় উঠলেও লড়াকু ফুটবলে বার্তা দিয়ে রেখেছিল আগেই। নক আউট পর্বে এসে নেদারল্যান্ডস খেলল বিবর্ণ ফুটবল। পাশে ছিল না ভাগ্যও। দশজনের দলে পরিণত হয়ে ২-০ গোলে চেক প্রজাতন্ত্রের কাছে হেরেছে নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ ডেনমার্ক।
ম্যাচের আগে চেক প্রজাতন্ত্রের কোচ জারোস্লাভ সিলহেভি বলেছিলেন, নেদারল্যান্ডসকে হারাতে হলে দিতে হবে শতভাগেরও বেশি। কোচের কথা রেখেছেন চেক ফুটবলাররা।
দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ডাচদের বিদায় করে দিয়েছেন আসর থেকে। পুরো ম্যাচে নেদারল্যান্ডসের একটি শটও লক্ষ্যে ছিল না! শটই নিতেই পারে কেবল ৬টি। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগটাই কাজে লাগায় তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে শেষ ষোলোয় ওঠা চেক প্রজাতন্ত্র। গোলের উদ্দেশে তাদের ১২ শটের ৫টি লক্ষ্যে ছিল।
হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় প্রথমার্থ ছিল গোলশূন্য। ৫২তম মিনিটে ম্যাথিয়াস ডি লিখট লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। ৬৭তম মিনিটে লিড নেয় চেকরা। টমাস হোলেস এগিয়ে দেন তাদের। ৮০তম মিনিটে আরো একবার জ্বলে ওঠেন হোলেস। দলের অন্যতম সেরা তারকা প্যাট্রিক শিকের ব্যবধান বাড়ানো গোলে অ্যাসিস্ট করেন হোলেস।
স্বাধীন দেশ হিসেবে ১৯৯৬’র ইউরোয় প্রথমবার খেলতে এসেই রানার্সআপ হয় চেকরা। ২০০৪ সালে হয় তৃতীয়। এরপর আর একবারই নকআউট পর্বে খেলে চেক প্রজাতন্ত্র। ২০১২’র আসরে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্বাধীন দেশ হিসেবে ইউরোর নকআউটে উঠে কখনই শেষ ষোলোয় বিদায় নেয়নি চেক প্রজাতন্ত্র। সেই ধারা বজায় রেখে চেকরা উঠে গেছে শেষ আটে।
ইউরোয় মুখোমুখি হওয়া শেষ লড়াইয়েও নেদারল্যান্ডসকে হারিয়েছিল চেক প্রজাতন্ত্র। ২০০৪ ইউরোর গ্রুপ পর্বে পিছিয়ে পড়েও ৩-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল তারা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |