আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫২
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার তিনি বলেন, দিন দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনিশ্চয়তার দিকেই যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যা আমাদের দেশে সম্ভব নয়। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তাঁরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার যে অবস্থা তাঁকে বিদেশে নিয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসা না দিলে অবস্থার উন্নতি সম্ভব নয়।
ডা. জাহিদ হোসেন বলেন, গত ১৩ তারিখ থেকে এক মাসে চারবার তাঁর বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও আবার শুরু হয়। এ অবস্থায় দ্রুত তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে তাঁকে বাঁচানো কঠিন হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দায়িত্ব নিয়েই বলছি, তাঁর (খালেদা জিয়া) অবস্থা এখনো সংকটাপন্ন। অতি দ্রুত তাঁকে বিদেশে পাঠানো জরুরি। চিকিৎসকরাও বারবার বলছেন, তাঁকে বিদেশে কোনো অ্যাডভান্সড সেন্টারে চিকিৎসা প্রয়োজন।’
বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ৭৬ বছর বয়সী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর বড় আকারে রক্তক্ষরণ হচ্ছে না। যা হচ্ছে তা খুবই অল্প পরিমাণে। তাদের সবচেয়ে ভয়ের কারণ- বড় আকারের রক্তক্ষরণ হলে তা সামাল দেয়ার মতো অবস্থা বা প্রযুক্তি দেশে নেই। ফলে চিকিৎসকরা সব সময় একটা শঙ্কার মধ্যে আছেন। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থায় উন্নত সেন্টারে চিকিৎসা হলে দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যেত। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বেগম খালেদা জিয়ার যখন প্রেশার বেড়ে যায় তখন রক্তক্ষরণের আশঙ্কা তীব্র হয়। নতুন নতুন ওষুধ ও ইনজেকশন দিয়ে তা বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ নভেম্বর রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড জানায়, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |