আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪২
দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন। আজ বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা-বিমান-নৌ ও বিজিবির টিম। এক পর্যায়ে ৫০টি ইউনিট যৌথভাবে কাজ করে। বিমানবাহিনীর তিনটি হেলিকপ্টারে করেও পানি ছিটানো হয়।
এদিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেটের প্রায় চার হাজার দোকান। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় চার হাজার দোকান। ভয়াবহ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি মার্কেটও। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।
সারা বছরের মধ্যে রজমান মাসেই কাপড় ব্যবসায়ীদের বেচাকেনা হয় বেশি। রোজার ঈদকে সামনে রেখেই কোটি কোটি টাকার কাপড় মজুত করেছিলেন তারা। ঘুম থেকে উঠেই দেখেন- তাদের রুটি-রুজির স্বপ্ন ভয়াবহ আগুনে জ্বলছে। পুড়ে ছাই হয়ে যায় সব কিছু।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |