আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৫
বিডি দিনকাল ডেস্ক :- দু’টি চোখ-ই অন্ধ একটি পাঁচ ওয়াক্ত নামাজী ছেলের আকুতি: পারলে সাহার্যের হাত বাড়ান। বরাবরে, সাহার্যদাতা সমিপেষু: বিষয়: সাহার্যের জন্য আবেদন। জনাব, যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফজলুল করিম (অন্ধ), পিতা: মৃত-আবুল কাশেম প্রকাশ: লাতু মিয়া, জেবদ আলী সারেং বাড়ি, গ্রাম: দক্ষিণ আজম নগর (চিনকীর হাট বাজারের পশ্বিম পাশ্বে), ডাকঘর: হিঙ্গুলী (বারইয়ারহাট)-৪৩২৬. থানা: জোরারগঞ্জ, উপজেলা: মীরসরাই, জেলা: চট্টগ্রাম। মা’র গর্ব থেকে জন্ম নেয়ার পর ছোট বেলায় কোনো এক অজ্ঞাত রোগে আমার দু’টি চোখ’ই অন্ধ হয়ে যায়। ছোট বেলায় বাবা কে ও হারাতে হয়েছে। অতি গরীব হওয়ায টাকার অভাবে ভালো ভাবে চিকিৎসা করাতে ও পারিনি। ২ বোন ও মা’ কে নিয়ে কোনো রকম অভাব-অনটনে দিন-রজনী পার করে যাওয়ার প্রাক্কালে উপযুক্ত বড় বোনটির বিয়ের প্রস্তাব আসলে এলাকার দয়া পরবশ: কয়েকজনের সহযোগীতায় বিভিন্ন জনের কাছ থেকে সাহার্য নিয়ে কোনো রকম বড় বোনটি কে বিয়ে দিয়েছি। বর্তমানে ছোট বোনটি ও বিয়ের উপযুক্ত। বিভিন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব আসলে তাদের চাহিদা মতো সব কিছু দিতে না পারার কারণে ছোট বোনটি কে বিয়ে দেয়া ও সম্ভব হচ্ছেনা। এর-ই মধ্যে গর্ব ধারীনি মা’ মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়লে তাও বিভিন্ন জনের প্রদেয় সাহার্যে অল্প কয়েক দিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে আর না পারায় বর্তমানে নিজ বাড়ি/ঘরে-ই রাখতে বাধ্য হতে হচ্ছে। এমতাবস্থায় অতি দয়াপরবশ: ব্যাক্তি হিসেবে আপনার কাছে সাহার্যের হাত বাড়াচ্ছি/আবেদন জানাচ্ছি। অতএব, উপরোক্ত বিষয়াধি বিবেচনায় নিয়ে যথাসম্ভব সাহার্য প্রদানে যেনো মহোদয়ের মর্জি হয়। বিনীত: মোঃ ফজলুল করিম (অন্ধ) মোবাইল: ০১৮৭৯-৩০১৫১৪ (বিকাশ পার্সোনাল)। বিশেষ দ্রষ্টব্য: পাঁচ ওয়াক্ত একজন নামাজী হিসেবে এবং প্রায় প্রতি ওয়াক্তে নিজ বাড়ির পাশ্বস্থ মসজিদে উপস্থিতির সুবাদে আল্লাহর অশেষ কৃপায়/রহমতগুণে, মসজিদের ইমাম ও মুয়াজ্বিন এবং নামাজী মুসল্লীদের সহযোগীতায় অন্যান্য লোকজনের প্রদেয় সাহার্য-সহযোগীতায় কোনো রকম বেঁচে থাকার স্বপ্ন নিয়ে দিন-রজনী পার করে যাচ্ছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |