আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
মুহাম্মদ মোরশেদ আলম, ইউএইঃ-সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বিমান বন্দরে প্রায় ১২৫ যাত্রী আটকা পড়েছিলেন। জানাযায় গত শুক্রবার রাতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে করে তারা ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই আসেন।
বিমান যাত্রীদের জন্য আমিরাত সরকারের বেধে দেওয়া নিয়মের শতভাগ শর্ত পূরণ না হওয়ায় তাদের বিমান বন্দরে আটকে দেওয়া হয়। আটক যাত্রীদের বিমানবন্দরেই কেটে গেছে শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত।
এ বিষয়ে দেশ থেকে আগত মুহাম্মদ আলমগীর নামে একজন যাত্রী জানান ফ্লাই দুবাই এর চারটি ফ্লাইট করে আসা যাত্রীদের মধ্যে প্রায় ১২৫ জন যাত্রী আটকা পড়েছিলেন। তিনি বলেন আমি ৮৫ হাজার টাকা এবং অনেকে ১ লাখ টাকার বেশি দিয়ে ফ্লাই দুবাইর টিকেট নিয়েছি।টিকেট নেওয়ার সময় আমাদেরকে আইসিএ এপ্রোভাল এর একটি প্রিন্ট আউট পেপার দেওয়া হয়। যেই পেপারটি আমরা বাংলাদেশের ইমিগ্রেশনকে দেখিয়েছিলাম এবং দেশ থেকে আসার ছাড়পত্র পাই। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের টিকেট নেওয়ার সময় আমাদেরকে আমিরাত প্রবেশে কোনো সমস্যা হবেনা জানিয়েছিলো, যে কারণে আমরা রেড সিগন্যাল থাকার পরও আমিরাতে এসেছি। তবে শেষ পর্যন্ত শত যন্ত্রণার পরও আমাদেকে ফিরে যেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আটকে পড়া যাত্রীদের মধ্যে বিভিন্নভাবে ১৮ জনকে বিমানবন্দর থেকে বের করা হয়েছে। আমিরাত সরকারের নতুন নিয়ম সম্পর্কে না জানার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমিরাতের আইসিএ অনুমোদন না থাকাই দুবাই বিমান বন্দর থেকে ১০৭ জনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইতিমধ্যে গত ৮ অক্টোবর থেকে আমিরাত সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ঘোষণা করেছে আইসিএ এপ্রোভাল ছাড়া আমিরাত বিমান বন্দর দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবেনা। সুতরাং দেশ থেকে আগত যাত্রীদের অবশ্যই ভিসা বৈধতা পরীক্ষা করে যারা গ্রিন সিগন্যাল পাবেন তারা আমিরাতে আসতে পারবেন। রেড সিগন্যাল ধারীদের অপেক্ষা করতে হবে।
রবিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় আলমগীর নামে ঐ যাত্রী আবারো ফোনে করে জানান আমিরাত সময় সকাল ৯/১০ টা বাজে দুবাই টু ঢাকা ও দুবাই টু চট্টগ্রাম ২ টি ফ্লাইটে করে তিনি সহ ১০৭ জন যাত্রীকে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |