আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪২
ঢাকা : দেশবাসীকে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পদার্পণ উপলক্ষে এ বছরের বিজয় দিবস বিশেষ তাৎপর্য বহন করে। আমি আশা করবো দেশের প্রতিটি নাগরিক মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন এবং সকল মুক্তিযোদ্ধাদের সার্বিক মঙ্গল কামনা করবেন।’
আজ মঙ্গলবার দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
এলডিপির মহানগর, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা পুলিশের অনুমতি নিয়ে যার যার সুবিধা অনুযায়ী ১৫ অথবা ১৬ তারিখে বাদ্যযন্ত্র সহকারে বিজয় মিছিল করবেন এবং মিছিল শেষে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবেন।
বিবৃতিতে তিনি সর্বস্তরের মানুষকে দলে দলে উৎসাহ সহকারে এলডিপির বিজয় মিছিলে যোগদান করার আহ্বান জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |