আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৬
দেশের সমসাময়িক রাজনীতি ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নেওয়ার পর দুঃখ প্রকাশ করেন তিনি।
বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল (সোমবার) একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে। আমি সেজন্য দুঃখিত, আমি যদি কারও হার্ট করে থাকি। আমি খুব বেশি কথা বলবো না। কারণ বেশি বললে আবার সমস্যা আছে। প্রথমত, আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান তবে করবেন। খণ্ডিত করে প্রচার করবেন না। সবাই সব মিনিং বোঝে না।’
এর আগে গতকাল সোমবার সকালে ছাত্র-জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান এম সাখাওয়াত হোসেন। সেখানে সমসাময়িক বিষয় ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের মধ্যে তার মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
তিনি বলেন, ‘আমি আগে অনেক চাকরি করেছি যখন বিডিআর ছিল। দুটো কথা বলেছি-আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যার ডেসক্রিপটা শুনলাম। ১৫ বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা দানব বানিয়েছে-আমি পারি আর না পারি আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে। প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে। বর্ডারে আমাদের লোক মারে। বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি-যতদূর আমার এখানে বলার আছে। মনে করি দেশবাসী সবাই বলবে। পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে। আমরা বলি ওরা ফ্ল্যাগ মিটিং করেছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। দ্যাট ডেজ আর অভার। আমাদের এই রকম ফোর্সকে দানব বানিয়েছে। পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি। সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেসট্রিক করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স। কারও পার্সোনাল ফোর্স না। আমি মনে করি এখানে দাঁড়িয়ে কথা বলছি। এরপর হয়ত আপনাদের সঙ্গে এতো কথা বলবো না। আই উইল ট্রাই ব্রিং দেম অন টু দ্য জাস্টিস। দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আই স্টে ফর দেম জেল। আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি। যারা পুলিশকে দানব বানিয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা মনে করেন না যে আমি আপনাদের সঙ্গে শুধু প্যাপটপ করি। দিজ পার্টি ওয়াজ দ্যান ফ্যাসিজ পার্টি। একজ্যাক্টটলি ফ্যাসিজ ওয়াজ দ্য প্রোপাগান্ডা অ্যান্ড মেক দ্য ওয়ে স্টেট। যাদের বর্ডার রক্ষার করার কথা তাদেরকে বলে পিট দেখাও। নো মোর, নো মোর। ইনশাল্লাহ ইট ইজ নট গোয়িং টু এনিমোর।’
তিনি বলেন, ‘একটা সরকারি প্রসেস আছে। এটা তো ওদের মতো না। বের করে দিলাম তোমাকে। কোর্টে যাবে আবার ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাশিউর করতে পরি, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রিকমন্ডেশন চলে গেছে। আমি নাম বলবো না এই মুহূর্তে, তারপর তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। আমি আপনাদেরকে অ্যাশিউরেঞ্জ দিই, আমি যতদিন আছি আই উইল মেক শিওর দিজ ক্যালপিট ব্রোট ইনটু দ্য বুক।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |