আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৫
বিডি দিনকাল ডেস্ক :- দেশে আগামী মঙ্গলবার ১৩ই জুলাই থেকে মডার্নার টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক এবং কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি আরও বলেন, দেশে গত ৭ই ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিল। কিন্তু দেশে আবার টিকা আসা শুরু হয়েছে। ইতিমধ্যে চীন থেকে কেনা চুক্তির আওতায় সিনোফার্ম এবং জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না এবং ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। ১০ই জুলাই রাতে মডার্নার টিকা আগের ঘোষণা অনুযায়ী দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় পাঠানো শুরু হয়েছে এবং বাকীগুলোও পৌঁছে যাবে। আর তার আগে থেকেই দেশের সকল জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ই জুলাই) থেকে দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হচ্ছে।
আর এর মাধ্যমে দেশে আবারও গণটিকাদান কর্মসূচি চালু হতে যাচ্ছে বলেও জানান ডা. শামসুল হক।প্রসঙ্গত, গত ২ ও ৩ই জুলাই যুক্তরাষ্ট্র ও চীন থেকে চারটি ফ্লাইটে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |