আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৩
স্টাফ রিপোর্টার : দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে তখনি আশুলিয়া সার্কেল ভুমি অফিস গ্রাহক সেবায় অগ্রগামী। ৭ দিনেই নিষ্পত্তি হচ্ছে নামজারি খারিজ মামলা। পিয়ন থেকে এ্যসিলেন্ড পর্যন্ত গ্রাহক সেবায় অন্তহীন কার্যপ্রনালী নিষ্পত্তি করায় গ্রাহকদের মাঝে স্বস্তি বাতাস বইছে তবুও কর্মরত পিয়ন হইতে এ্যাসিলেন্ড পর্যন্ত প্রভাবশালীদের অভিযোগের ভান্ডার।
বিভিন্ন সুত্র ও সরেজমিনে তদন্ত করে জানা গেছে, আশুলিয়া থানাধীন এলাকা ঘন বসতি ও শিল্পাঞ্চল থাকায় প্রতিনিয়ত আশুলিয়া সার্কেল ভুমি অফিসে শ, শ, গ্রাহক জমি সংক্রান্ত ঝামেলা নিষ্পত্তি, নামজারি মামলা নিষ্পত্তি, মিসকেইস নিষ্পত্তি সহ বিভিন্ন জমি সংক্রান্ত মামলা নিয়ে জড়ো হলেও আশুলিয়া সার্কেল ভুমি অফিস গ্রাহক সেবায় অগ্রগামী। এই অফিসে কর্মকর্তা ও কর্মচারী যা থাকা প্রয়োজন তার ৩০% শতাংশ লোকবল নিয়ে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। এই লোকবল অন্তহীন পরিশ্রম করে ৭ দিনেই নিষ্পত্তি করছেন নামজারি খারিজ মামলা। পিয়ন থেকে এ্যসিলেন্ড পর্যন্ত গ্রাহক সেবায় অন্তহীন কার্যপ্রনালী নিষ্পত্তি করায় গ্রাহকদের মাঝে স্বস্তি বাতাস বইছে। যদিও এই অফিস কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ থাকে। কারন অনেক প্রভাবশালীরা ক্ষমতার দাপটে এবং উর্ধতন কর্তকর্তাদের সাথে যোগাযোগ থাকায় সরকারী গ্যাজেট ভুক্ত সম্পত্তি নামজারী করার জন্য চাপ প্রয়োগ করে থাকেন। ওই গেজেট ভুক্ত সম্পত্তি কর্মকর্তা কর্তৃক অনিহা প্রকাশ করলেই এই অফিসে কর্মরত পিয়ন হইতে এ্যাসিলেন্ড পর্যন্ত সকলের বিরুদ্ধে একটি মহল উঠে পড়ে লাগে।
নাম প্রকাশে অনিচ্ছুক, এই অফিসের একজন কর্মকর্তা জানান আমাদের নিকট অনেক প্রভাবশালী শুপারিশ করতে আসেন, বিভিন্ন সরকারী গ্যাজেট ভুক্ত সম্পত্তি নিয়ে আসেন যা আমাদের নাগালের বাহিরে। ক তালিকা ভুক্ত সম্পত্তি খারিজ করার জন্য আসা এক প্রভাবশালীকে উক্ত ক তালিকা ভুক্ত সম্পত্তি ব্যক্তি মালিকানা নামজারি খারিজ করা সম্ভব না বলার কারনে তাহাকে হুমকী প্রদান করেন এবং বলেন আপনাদের বিরুদ্ধে রিপোর্টারদের উস্কিয়ে দিতে হবে তা হলে এই অফিসের সকলকে সায়েস্তা করা যাবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |