আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩০
দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান খান বিকালে হঠাত হৃদরোগে আক্রান্ত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর।
পরিবারের সদস্যরা জানান, বিকাল ৪টার দিকে হঠাত বুকের ব্যথায় অসুস্থ বোধ করছিলেন। দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার পরে চিকিতসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন সে ‘আর নেই’।
মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে রেখে গেছেন হাবিব।
পরিবারের সদস্যরা জানান, মিরপুর শাইনপুকুর হাউজিং জামে মসজিদে বাদ এশা হাবিবের নামাজে জানাজার পর মিরপুর শহীদ বুদ্দিজীবী কবরাস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যৃ সংবাদের শুনে হাবিবের স্ত্রী ফারজানা মাহমুদ সনি সাথে টেলিফোনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাকে সাত্বনা জানান এবং তার সন্তানদের খোঁজ-খবর নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে হাবিব সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে জাতীয় দৈনিকে কাজ শুরু করেন।
সব সময় সদালাপী হাবিব, তার এই মৃত্যু সংবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ মাঠ পর্যায়ের রিপোর্টারদের অনেকে বিস্মিত হন, অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েন… কেউ বিশ্বাসই করতে পারছিলেন না… হাবিব নেই।
দৈনিক যুগান্তর তার কর্মস্থলে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেন। তারা হাবিবের বিদেহী আত্মর মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |