আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪১
বিডি দিনকাল ডেস্ক:- দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে গণ-অনশন করবে বিএনপি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অনশন হবে।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিঙে এই কর্মসূচির প্রস্তুতির কথা জানান।
তিনি বলেন, ‘‘ আমরা আজকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিনসহ অঙ্গসংগঠনকে নিয়ে যৌথসভা করেছি। আগামী ২ এপ্রিল ঢাকা মহানগরে আমরা এই গণ-অনশন করব। আজকে চলছে সারা দেশের জেলাগুলোতে, ২ তারিখ হবে ঢাকায়।”
‘‘ সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত এই কর্মসূচি হবে।”
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘‘ গত কয়েকমাস থেকে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।সোয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একই সঙ্গে চালের দাম বেড়েছে, লবনের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিস, সবজীর দাম বেড়েছে। সাধারণ মানুষ খাদ্যের জন্য যেসব জিনিস দিয়ে জীবন যাপন করে তার প্রত্যেকটির দাম কয়েকগুন বেড়ে গেছে।”
‘‘ অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো নতুন করে প্রস্তাব দিয়েছে। এই গ্যাসের দাম চুলার গ্যাসের দাম বেড়ে যাবে। এই যে বাড়ছে এই বাড়ানোর কারণটা আমরা লক্ষ্য করেছি, বিশেষজ্ঞরা বলছেন, একদিকে অপচয়, অন্যদিকে সরকারের মদদপুষ্ঠ ব্যক্তি বিশেষ ব্যবসায়ীদেরকে আরো মুনাফা পাইয়ে দেয়ার জন্য, সরকারের প্রশ্রয়ে এই মূল্য বৃদ্ধি করা হচ্ছে…।”
বিদ্যুতের দাম বৃদ্ধির কারণ তুলে ধরে তিনি বলেন, ‘‘ বিদ্যুতের দাম বাড়ছে কেনো? আইপিপি যেটা হয় সেই আইপিপিতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভুর্তকি দিতে হবে। তাহলে চিন্তা করুন কী অবস্থা। একদিকে বলা হচ্ছে, বিদ্যুত এখন উদ্ধৃত্ত, ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে।”
‘‘ অন্যদিকে জনগনকে পকেট থেকে কিভাবে টাকা বের করে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে এই আইপিপির মাধ্যমে। এই আইপিপি সরকারের উতপাদন না, এটা সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে বিদ্যুত উতপাদন। অর্থাত এদেশে রাষ্ট্রীয় সম্পদকে পুরোপুরি ব্যবহার করে শুধুমাত্র কিছু ব্যক্তিদের মুনাফার জন্য জনগনের পকেট কেটে এই ব্যবস্থাগুলো নেয়া হচ্ছে। এর বিরুদ্ধে গত মাস খানেক যাবত আমরা আন্দোলন করছি।”
মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় মহানগর বিএনপির আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মহানগর বিএনপির আমিনুল হক, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, মতস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহিলা দলের চৌধুরী নায়াব ইউসুফ, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির সহ দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং ও আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
এদিকে আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে প্রতীক অনশন হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |