- প্রচ্ছদ
-
- নোয়াখালী
- ধর্মপুর মানব কল্যান ব্যাুরো কুয়েত শাখার কমিটি ঘোষনা
ধর্মপুর মানব কল্যান ব্যাুরো কুয়েত শাখার কমিটি ঘোষনা
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
কুয়েত প্রতিনিধি :- প্রানের ধর্মপুর মানব কল্যান ব্যাুরো কুয়েত শাখার কমিটি ঘোষনা হয়েছে। ধর্মপুরের কৃতি সন্তান রেমিটেন্স যুদ্ধারা সবাই প্রানের ধর্মপুর মানব কল্যান ব্যাুরোর সাথে ঐক্যবদ্ধ। আমাদের কুয়েতে ধর্মপুরের ছড়িয়ে ছিটিয়ে প্রায় 70/80 জনের মতো আছেন গোটা আমজাদ ইউনিয়নের বহু প্রবাসী আছেন কুয়েতে। আজকে উদ্ভোধনি অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের নাম প্রকাশ করছি,আজকের অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন জনাব ওবাদুল্ল্যাহ ও সান্চালনায় ছিলেন সাধারণ সন্পাদক মোঃ নুরনবী এই দুজন কে সভাপতি ও সাধারণ সনপাদক করে কমিটি করা হয়েছে।
বাকী সদস্যরা হলেন।
1= মোঃ ইউসুফ
2= আব্দুল মান্নান
3= জয়নাল আবেদীন
4= নিজাম উদ্দিন
5= নুরুল আমিন
6= জয়নাল
7= নরুনবী
8= জাহাঙ্গীর
9=মোঃ হানিফ
11= মাহবুবউল হক
12= মনির আহম্মেদ
13= আরিফ কাজী
14= হানিফ স্বপন
15= নুরআলম
16= সাইফুল ইসলাম
16= সিরাজ
17= বিপুল
18=মুহাম্মদ সিরাজ
19= দেলোয়ার হোসেন
20 = আলমগীর
21= আমিনুল হক টিপু
22= আবদুর রহিম
23= আব্দুল হাকিম
24= মিয়াদন
25= কপিল
26= মুহাম্মদ সেলিম পাটোয়ারী
27= মোহাইমিন খান
আপাতত এই 29 জনের উপস্থিতিতে সবার নাম পিতার নাম ফোন নাম্বার সহ সংগ্রহ করেছি,এবং সবার ঐক্যবদ্ধ সম্মতিতেই কমিটি ঘোষণা করা হয়েছে। আরো অনেকেই ফোনের মাধ্যমে জানিয়েছেন আগামী মিটিংয়ে সবাই আসবেন এবং সবাই কমিটিতে অংশগ্রহণ করবেন। বাকীদের জন্যে নিচে ফোন নাম্বার দেওেয়া আছে যোগাযোগ এর মাধ্যমে সংযুক্ত করবো। আমাদের প্রানের ধর্মপুর সৌদি আরব ডুবাই কাতার সহ বিভিন্ন দেশে প্রানের ধর্মপুর কে পৌঁছনোর জন্যে কাজ করছে এবং ধর্মপুরের প্রতিটি নাগরিক এই সামাজিক সংগঠনের জন্যে নিজ গ্রামের জন্যে নিঃর্শতে কাজ করতে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত ও আগ্রহী। পরিশেষে মহান আল্লাহর রহমতের আশা করছি সাথে আমাদের প্রবাসী রেমিটেন্স যুদ্ধাদের জন্যে দোয়া কামনা করছি। সাথে টোটাল ধর্মপুরের সকল স্তরের ভাই বোনদের জন্যে দোয়া কামনা করছি। আল্লাহর কৃপায় ও আপনাদের উসিলায় আমরা আমাদের লক্ষ্যে উদ্যেশ্য তে পৌঁছাতে সক্ষমতার দ্বারপ্রান্তে ইন্সাহআল্লাহ।
যোগাযোগ নাম্বার ওবায়দুল্ল্যাহ 69626827/ নুরনবী 66401006/ আমার নাম্বার 98957071
Please follow and like us:
20 20