আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৯
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পতœীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিং (ইভিএম) এর সাহায্যে ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফল ঘোষণা করেন নওগাঁ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান।
নির্বাচনে পতœীতলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বি.এন.পি সমর্থীত প্রার্থী নজিপুর পৌর বিএনপির যুগ্ম-আহŸায়ক আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৫০ ভোট।
এ ছাড়া কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে মোজাহেদুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডে অরুন কুমার পাল, তিন নম্বর ওয়ার্ডে আব্দুল মজিদ, চার নম্বর ওয়ার্ডে যুগল চন্দ্র দেবনাথ, পাঁচ নম্বর ওয়ার্ডে সুদর্শন চন্দ্র সাহা, ছয় নম্বর ওয়ার্ডে আপেল মাহমুদ, সাত নম্বর ওয়ার্ডে মোস্তফা কিবরিয়া, আট নম্বর ওয়ার্ডে সূর্য্য কান্ত সরকার এবং নয় নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিতু নির্বাচিত হয়েছেন।
এদিকে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে এক নম্বর আসনে (১,২,৩নং ওয়ার্ড) ফারহানা বেগম, দুই নম্বর আসনে (৪,৫,৬নং ওয়ার্ড) শাহানাজ বেগম, তিন নম্বর আসনে (৭,৮,৯নং ওয়ার্ড) ফারজানা খাতুন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
পতœীতলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার জাহিদুর রহমান জানান, নজিপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৯৭ জন। এর মধ্যে প্রাপ্ত মোট বৈধ ভোট সংখ্যা ১২৮৩৫টি ও বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪টি। নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৫.৬৫ শতাংশ। এবারে নজিপুর পৌরসভায় ২জন মেয়র প্রার্থী সহ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দিতা করেছেন।
স্থানীয় সূত্র জানাগেছে, নজিপুর পৌরসভা ১৯৯৯ সালে স্থাপিত হয়। পৌরসভা গঠনের পর ২০০০ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম নজিপুর পৌরসভার নির্বাচন হয়। ঐ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত ইসহাক হোসেন প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০০৫ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক ও ২০১১ সালের ১২ জানুয়ারী তৃতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী পৌর বি.এন.পির যুগ্ম-আহŸায়ক আনোয়ার হোসেন এবং ২০১৫ সালের ৩০ ডিসেম্বর চর্তুথ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু নির্বাচিত হন এবং সর্বশেষ ১৬ জানুয়ারী ২০২১ পঞ্চম নির্বাচনে দ্বিতীয়বারের মত আবারো আওয়ামী লীগের প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু মেয়র নির্বাচিত হলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |