- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা রোধ এবং ১২ ফেব্রুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা সহকারী কমিশনর (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনিরুজ্জামান, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ সহ সকল ইউপি চেয়ারম্যানগণ ও আইনশৃঙ্খলা কমটিরি সকল সদস্যবৃন্দ।
Please follow and like us:
20 20