- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় জাতীয় স্থানীয় সরকার ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় জাতীয় স্থানীয় সরকার ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক ভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস এবং “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর, ভিডিপি অফিসার শেফালি আক্তার, পত্নীতলা ফায়ার সার্ভিস ইনচার্জ রাইহান ইসলাম, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত অফিসার আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সোয়েব খাঁন, তথ্য আপা তিথী রানী প্রমুখ। এসময় অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধীজন উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20