ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলারবালুভোগা এলাকায় বর্গাদারের বাড়ি থেকে ফেরার পথে জনৈক মিলন সরকার(৪৫)এর উপর ঐ এলাকার বিশ্বনাথ সহ তার সহযোগীরা বেদম মারপিট করেগুরুত্বর আহত করলে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিলন সরকার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারেরছেলে।
এলাকাবাসী ও পত্নীতলা থানা সূত্রে জানাগেছে, উপজেলার মাহমুদপুর গ্রামেরজনৈক মিলন সরকার গত শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তি বালুভোগা গ্রামেরবর্গাদার বুদুর বাড়ি থেকে বের হেয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঐ এলাকারবিশ্বনাথ সহ তার সহযোগীরা মিলনের পথ রোধ করে বেদম মারপিট করেগুরুত্বর আহত করে।
এঅবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলেসেখানে তার অবস্থা বেগতিক হলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে বাড়ি ফিরে আনলেও রবিবার রাতে তার অবস্থা আবারওগুরুত্বর হলে পত্নীতলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎস্যাধীনঅবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এঘটনায় মৃতের জামাতা তাপস বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলাদায়ের করেছে।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ জানান, খবর পেয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরনকরেছে। উক্ত ঘটনায় জড়িত আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |