আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৪
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি- নওগাঁর পত্নীতলায় গত শুক্রবার সন্ধ্যায় আমন্ত্র বাজারে একটি মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত হলে স্থানীয় কিছু যুবক উক্ত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন পত্নীতলা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে।
থানায় অভিযাগ সুত্রে জানা গেছে উপজেলা শিহাড়া ইউপির আমন্ত এলাকার জনৈক রুবেল হোসেন ও তার মা মর্জিনা বেগম মোটরসাইকেল যোগে আমন্ত কাঁচা বাজারের সামনে রাস্তায় একটি বাচ্চা রাস্তা পারা-পারের সময় তার মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় কিছু যুবক রাসেল হক, মাসুদ রানা ও হাসান এর নেতৃত্বে আরো কয়েকজন উক্ত রুবেল হোসেনকে আটকিয়ে গালাগালি শুরু করে, পরে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে এবং মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় রুবেল হোসেন ও তার মার চিৎকারে এবং আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে রুবেল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |