আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩০
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পতœীতলায় বে-সরকারী এনজিও সংস্থা আশা’র উদ্যোগে উপজেলার হত দরিদ্রের মাঝে চিকিৎস্যা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় এনজিও সংস্থা আশা’র নজিপুর কার্যালয়ে পাটিচরা ইউপির চেয়ারম্যান রায়হানুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্রের মাঝে চিকিৎস্যা সহায়তা হিসেবে এ নগদ অর্থ প্রদান করেন।
আশা নজিপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এম.এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার বাবলুর রশিদ, পাটিচরা ইউপির সদস্য (মেম্বার) মাসুদ রানা, আশা’র নজিপুর-২ ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় রায়, ইঞ্জিনিয়ার রায়হানুল হক, সহকারী ম্যানেজার মানিকুল ইসলাম প্রমূখ।
এসময় এলাকার হত দরিদ্র মনোয়ারাকে ২৫হাজার, জুলেখাকে ৬হাজার এবং নাজুকে ৬হাজার টাকা চিকিৎস্যা সহায়তা হিসেবে নগদ প্রদান করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |