আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৮
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিববর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী সমন্বয়ের মাধ্যমে এবারের বিজয় দিবস/২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
নওগাঁ সদরঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এদিন প্রভাতে জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তেলন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেস ক্লাবসহ সকল সরকারী অফিস, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে।
সকাল ৯টায় নওগাঁ স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। এরপর দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, দেয়া হয়। সংবর্ধসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁর ডিডিএলজি উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. গাজিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অল-রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সামদানী। সভা সঞ্চালনায় ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন। আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুস্পস্তোবক অর্পণ এবং তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়।
পত্নীতলাঃ পত্নীতলায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী সমন্বয়ের মাধ্যমে এবারের বিজয় দিবস/২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার প্রত্যুসে ৫০বার তোপধ্বনির শেষে দিবসের শুভ সূচনার মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এন.জিও সংস্থা, সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ-আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান এবং সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্নীতলা উপজেলা প্রশাসন আয়োজিত নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মাঠে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম আরম্ভ করেন। পরে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন।
বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাসসুল আলম শাহ্, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন তারা, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সূধীজন প্রমূখ।
বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে খেলাধুলা, পুরস্কার বিতরণ, সরকারি হাসপাতালে রোগীদের বিশেষ খাবার ব্যবস্থা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, আলোচনা সভা এবং বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। সন্ধ্যায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে মনোমুগ্ধকর আতশবাজি করা হয় পরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগরঃ যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগর উপজেলায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৯ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খাঁনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাপাহারঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় থানা চত্বরে পঞ্চাশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি শুরু করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সাপাহার থানা পুলিশের আয়োজনে উপজেলার জিরোপয়েন্টস্থ শহীদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, তদন্ত কর্মকর্তা আল মাহমুদ প্রমূখ। এসময় সরকারি, বেসরকারি ও সায়ত্বশাসিত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
নিয়ামতপুরঃ নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিস্তম্ভে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে দিবনের শুভ সূচনা হয়। পরে উপজেলা সদর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এসময় মুক্তিযোদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করেন। কুচকাওয়াজে অংশগ্রহনকারী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বদলগাছীঃ যথাযোগ্য মর্যাদায় বদলগাছীতে বিজয় দিবস উদযাপন হয়েছে। সকালে সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভসূচনা করে সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে এই মহান বিজয় দিবস অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারি বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেত্রীবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবীর উদ্দিন প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
############
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |