- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের কালিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসান
নড়াইলের কালিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসান
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের কালিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসান। নড়াইলের কালিয়া উপজেলায় পাটনা গ্রামে দি পাটনা একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি এবং বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, ঢাকার মাননীয় ডিআইজি (অপারেশনস্) মোল্যা নজরুল ইসলাম, বিপিএম- বার, পিপিএম-বার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিচুর রহমান, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা, প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া, নড়াইল।
এ সময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানসহ অন্যান্য সম্মানিত অতিথিদের দি পাটনা একাডেমীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের সাথে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরিশেষে পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Please follow and like us:
20 20