- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ
নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ। ক্রিকেট তারকা মাশরাফী বিন মার্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনদ-উল্লাস, পটকা,আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আ’লীগ,অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা। হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা,রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ উল্লাস করে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় তারা খুশী।
জানা যায়,নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লাহাগড়া উপজলা) আসন থেকে সংসদ নির্বাচন ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মার্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বলেন,মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় তাৎক্ষনিকভাবে আমরা শহরে মিষ্টি বিতরণ,পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করছি। এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারী) শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণ মিছিল বের করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চদ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন,এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । তবে আমাদর আশা সে মন্ত্রী হবে।
Please follow and like us:
20 20