- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে পুলিশের সেবার মান আরও বৃদ্ধির জন্য লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন
নড়াইলে পুলিশের সেবার মান আরও বৃদ্ধির জন্য লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ-বাংলাদেশ পুলিশের সেবার মান আরও উন্নতির লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক আইজিপি জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) অনুমোদনের প্রেক্ষিতে ১০ জানুয়ারি সোমবার পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে এবং কালিয়া থানাধীন বড়নাল তদন্ত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দুটি নতুন গাড়ি হস্তান্তর করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার মহোদয় এ সময় তার বক্তব্যে বলেন, লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজনের মাধ্যমে অত্র এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে এবং জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) এস, এম, কামরুজ্জামান, পিপিএম, (সদর দপ্তর); প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
Please follow and like us:
20 20