- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে শারদীয় দূর্গাপূঁজা শুরু পুলিশের টহল জোরদার
নড়াইলে শারদীয় দূর্গাপূঁজা শুরু পুলিশের টহল জোরদার
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২১ ৯:১৮ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:- নড়াইলে শারদীয় দূর্গাপূঁজা শুরু পুলিশের বিশাল টহল জোরদার। নড়াইলে মহাষষ্ঠী পূঁজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূঁজা শুরু হয়েছে। জেলার তিনটি উপজেলায় দূর্গা পূঁজা শুরু। পূঁজা উদযাপন কমিটি ও জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল সদরে ৩শ’টি, লোহাগড়া উপজেলায় ১৮০টি এবং কালিয়া উপজেলায় ১৭৪টি মন্ডপে মোট ৬৫৪টি মন্ডপে দূর্গা পূঁজা ও কাত্যায়ণী পূঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূঁজা মন্ডপের জন্য সরকারিভাবে ৫শ’ কেজি করে চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে যার মোট পরিমান ৩২৭ মেট্রিক টন। এছাড়া হিন্দু কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে জেলার ৫৬টি পূঁজা মন্ডপে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৭৯ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। পূঁজা উপলক্ষে জেলার প্রতিটি পূঁজা মন্ডপ সিসি ক্যামেরাসহ সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) বলেন, সারা জেলায় সর্বত্র পুলিশ টহল জোরদার করা হয়েছে। এছাড়া সকল পূঁজা মন্ডপে পুলিশ কন্টোলরুমের মোবাইল নাম্বার দেয়া হয়েছে। কোন সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
20 20