আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০২
উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধিঃনড়াইলের চর ভাটপাড়া গ্রামের কালভার্টের পাশে, করফার চর থেকে ৩ জনকে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে (২৯ জুন) রাত ১২ টার সময় নড়াইলের লোহাগড়া থানার এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স এএস আই মাহাফুজ,এএস আই বাচ্চু ও কনস্টেবল ইব্রাহিম সহ অভিযান চালিয়ে করফার চর থেকে ৩ জন মাদক ব্যবসায়ী কে ইয়াবা কেনা বেচা করা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হন।গ্রেফতার কৃত আসামিরা হলেন: ১/মোঃ সুজন খান (২৪) পিং খানজাহান আলী, সাং চর করফা,২/মোঃ আরমান ( ১৯) পিং জাহাঙ্গীর, সাং চর করফা, উভয়ল নড়াইলের। এবং ৩/মোঃ ফারুক,পিং জাফর আলী, সাং জিম্মন খালি,থানা: টেকনাফ, জেলা:কক্সবাজার কে ৭শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন পুলিশ। নড়াইলের লোহাগড়া থানা ওসি শেখ আবু হেনা মিলন বলেন আসামিদের নামে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |