- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২১ ১:২২ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইল জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন পিপি এম (বার) এর নির্দেশ, গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার ইং ০৪/০১/২১ তারিখ, রাত ১০,১০ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদি হাসান(২৫), পিতাঃ মনজুর শেখ, সাং ডুমুরতলা বেগ পাড়া (পৌরসভা), থানা ও জেলা নড়াইল কে, নড়াইল পৌরসভাধীন ভূওয়াখালী পুরাতন বাস টার্মিনাল ফলপট্টির সামনে পাকা রাস্তার উপর হইতে এ এস আই আনিস, সঙ্গীয়
এ এস আই মাফুজুর রহমান এ এস আই সেলিম, এ এস আই মফিজুর রহমান কং বখতিয়ার,শিবলি,সরোয়ার সহ গ্রেপ্তারকৃত আসামীর নিকট হইতে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করি,পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা নং ৫ তাং ০৫/০১/২১ রুজু করা হয়,, ধৃত আসামী গ্রেপ্তার করা কালীন সময়ে আরও একজন চিহ্নিত মাদক (সম্রাট) ব্যবসায়ী পালিয়ে যায়।
Please follow and like us:
20 20