বিডি দিনকাল ডেস্ক :নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন চোধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম। তিনি বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) এর স্থলাভিষিক্ত হবেন।
চোধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এর আগে বাংলাদেশ পুলিশের র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ৮ম বিসিএস(পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয় আগামী ৩০/০৯/২০২২ তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম(বার), পিপিএমকে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।