আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩১
নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারির আশঙ্কা প্রকাশ করে তা ঠেকাতে এখনই যথাসম্ভব পদক্ষেপ নিতে বিদেশস্থ বাংলাদেশ দূতদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এ সংক্রান্ত দীর্ঘ এক চিঠিতে পররাষ্ট্র সচিব বলেছেন, আমাদের একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার সিনিয়র কর্মকর্তাদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা-ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এ অবস্থায় নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনাদের (দূতদের) প্রতি আহ্বান জানাচ্ছি। সময়ে সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবে বলেও চিঠিতে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাহিনীটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর ২০২১ সালের ১০ই ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ফের একই ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। এমন প্রেক্ষাপটে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে বাড়তি সতর্কতামূলক ওই চিঠি গেছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
বলা হয়েছে, ‘একতরফা নিষেধাজ্ঞার’ মতো পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং সব মিশন প্রধানকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সচিব সাত দফা নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ২০২৩ সালে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাজের অগ্রাধিকারের একটি তালিকা দেয়া হয়েছে, ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর ওই চিঠি মিশনগুলোতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে সূত্র। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমন আলোচনার মধ্যেই সচিবের চিঠি পাঠানোর বিষয়টি সামনে এলো।
যা নিয়ে রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। যদিও বারবারই সরকারের তরফে মন্ত্রী সচিবরা নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা মৌখিকভাবে উড়িয়ে দিচ্ছেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |