আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২০
নরসিংদী : নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাইমুর রহমান নাটোর জেলার বড়াইগ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সেঞ্চুরি এগ্রো লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।
জানা যায়, সকালে নরসিংদী পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |