আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৭
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) হামলার শিকার হয়েছেন। এঘটনায় এক সেনাসদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের বাটকাটারি গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা বাটকাটারি গ্রামে কতিপয় লোক একটি বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। কিছুদিন আগে সেখানে উপজেলা প্রশাসন অভিযান চালায়। সেসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়।
ওই এলাকা আবার অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর পুলিশ ও আনসার নিয়ে বৃহস্পতিবার বিকেলে সেখানে যান। প্রত্যন্ত এলাকা হওয়ায় দূরে গাড়ি রেখে প্রায় ১৫ মিনিট হাটা পথে সেখানে পৌঁছতে হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিকরা চলে যান। এসময় বালু উত্তোলন কাজে নিয়োজিত উজ্জ্বল হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামক দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের নিয়ে ফেরার পথে ওই এলাকার একদল লোক তাদের পিছু নেয়। এসময় শরীফ উদ্দিন নামক এক ব্যক্তি সহকারী কমিশনার (ভূমি)’র সাথে অসদাচরণ করেন। গালাগালির একপর্যায়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুরের উপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে বালুর মধ্যে ফেলে দেন। এসময় পুলিশ ও আনসাররা তাকে আটক করে। আটককৃত শরীফ উদ্দিন পার্শ্ববর্তী এলাকা মানিকগঞ্জ জেলার চর কাটারি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কুমিল্লা সেনানিবাসে কর্মরত আছেন।
সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর জানান, বালু মহাল থেকে আটককৃত উজ্জ্বল হোসেন ও জাহাঙ্গীর আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আটককৃত সেনাসদস্য শরীফ উদ্দিনকে জেলা প্রশাসনের মাধ্যমে সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সেনা আইনে তার বিচার হবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |