আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৯
নানা কারণে আলোচিত ছিল ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। নির্বাচনের শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা দেশে বিদেশে আলোচিত হয়। বিগত নির্বাচনগুলোর মধ্যে এ আসনের নির্বাচনের ভোটের হারও ছিল সর্বনিম্ন। এ নির্বাচনে এক শতাংশের কম ভোট পড়েছে দু’টি কেন্দ্রে। অনেক কেন্দ্রে ২ থেকে ৫ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন থেকে পাওয়া ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এই আসনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলোচিত হিরো আলম ৫ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ১২৪টি কেন্দ্রে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১০১ নম্বর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৬২৬ জন। সেখানে ভোট পড়েছে মাত্র ৮৬টি।
শতকরা হিসাবে ২ দশমিক ৩৭ শতাংশ। এখানে আরাফাত পেয়েছেন ৪৯ ভোট। আর হিরো আলম পেয়েছে ২৮ ভোট। একই কলেজের ১০২ নম্বর কেন্দ্রে যেখানে ভোটার ৩ হাজার ৩৯৮ জন সেখানে ভোট পড়েছে ৭৬টি, শতকরা হিসাবে ২ দশমিক ২৪ শতাংশ। যার মধ্যে আরাফাত পেয়েছেন ৩৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৩২ ভোট। এই কলেজের ১০৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩১৭, ভোট পড়েছে ৮৬টি। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৪২ ভোট আর হিরো আলম পেয়েছে ২৪ ভোট। এছাড়া এই কলেজের ১০৪ নম্বর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৯৮ জন, ভোট দিয়েছেন মাত্র ১৯জন, শতকরা হিসাবে শূন্য দশমিক ৯৫ শতাংশ। যা ১২৪টি কেন্দ্রের মধ্যে সর্বনিম্নœ। এই কেন্দ্রে আরাফাত পেয়েছেন ১২ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৪ ভোট।
এদিকে ১০৫ নম্বর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ডিওএইচএস মহাখালী কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৮২ জন। এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২২৫টি। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৭৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ১১০ ভোট। একই স্কুল এন্ড কলেজের ১০৬ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫০৩ জন, ভোট পড়েছে মাত্র ৭৭টি। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৪১ ভোট। আর হিরো আলম পেয়েছেন ২৫ ভোট।
১০৭ নম্বর বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৭৭ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ১৪২ জন। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৮১ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৪৯ ভোট। একই স্কুলের ১০৮ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা যেখানে ১ হাজার ৯৮০টি সেখানে ভোট পড়েছে ১৮৪টি। এর মধ্যে আরাফাত পেয়েছেন ১০১ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৫৭ ভোট। এই কলেজের ১০৯ নম্বর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮২৫ জন। এর মধ্যে ভোট পড়েছে ৪৪টি। যার মধ্যে আরাফাত পেয়েছেন ২৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ১১ ভোট।
১১০ নম্বর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬৮৯ জন। এই কেন্দ্রে ভোট পড়েছে ১৪১টি। যার মধ্যে আরাফাত পেয়েছেন ৬৫ ভোট আর হিরো আলম পেয়েছে ৫৪ ভোট। একই কলেজের ১১১ নম্বর কেন্দ্রে মোট ভোটার ছিল ১ হাজার ৭০২ জন। এই কেন্দ্রে ভোট পড়েছে ৪৮টি । যার মধ্যে আরাফাত পেয়েছেন ২৮ ভোট, আর হিরো আলম পেয়েছেন ১৬ ভোট। এই কলেজের ১১২ নম্বর কেন্দ্রে ২ হাজার ৪০৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৩৭ জন। যার মধ্যে আরাফাত পেয়েছেন ২২ ভোট। আর হিরো আলম পেয়েছেন ১২ ভোট।
১১৩ নম্বর শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল কেন্দ্রে ২ হাজার ১৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬০ জন। যার মধ্যে আরাফাত পেয়েছেন ২৫ ভোট। আর হিরো আলম পেয়েছে ২৫ ভোট। অর্থাৎ এই কেন্দ্রে এই দুই প্রার্থীই সমান ভোট পেয়েছেন। এই স্কুলের ১১৪ নম্বর কেন্দ্রে যেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৪২৯ জন সেখানে ভোট দিয়েছেন মাত্র ২৪ জন, শতাংশের হিসাবে শুন্য দশমিক ৯৯ শতাংশ।
১১৫ নম্বর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯০৪ জন ভোটার রয়েছেন। যার মধ্যে ভোট দিয়েছে ১৮২ জন। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৮৭ ভোট। আর হিরো আলম পেয়েছে ৭৫ ভোট। একই স্কুল এন্ড কলেজের ১১৬ নম্বর কেন্দ্রে ভোটার ১ হাজার ৮৯৭ জন সেখানে ভোট পড়েছে ১২১টি। যার মধ্যে আরাফাত পেয়েছেন ৬০ ভোট, আর হিরো আলম পেয়েছেন ৪৮ ভোট। এই স্কুল এন্ড কলেজের ১১৭ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ২৩ জন। যার মধ্যে ভোট পড়েছে ১১৮টি। আরাফাত পেয়েছেন ৬৮ ভোট। হিরো আলম পেয়েছে ৪৪ ভোট।
এদিকে ১১৮ নম্বর মুসলিম মডার্ন একাডেমি কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৬ জন। এই কেন্দ্রে ভোট পড়েছে ৩৩০টি। আরাফাত পেয়েছেন ২২৮ ভোট, হিরো আলম পেয়েছেন ৭৭ ভোট। মুসলিম মডার্ন একাডেমির ১১৯ নম্বর কেন্দ্রে ভোটার ৩ হাজার ২০ জন, ভোট দিয়েছেন ২৫২ জন। আরাফাত পেয়েছেন ১৬৩ ভোট, আর হিরো আলম পেয়েছে ৭২ ভোট। মুসলিম মডার্ন একাডেমির ১২০ নম্বর কেন্দ্রে ভোটার ৩ হাজার ৮ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ২৫৭ জন। এর মধ্যে আরাফাত পেয়েছেন ১৭৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৫৩ ভোট।
১২১ নম্বর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮০৫ জন। এই কেন্দ্রে ভোট দিয়েছেন ১৩১ জন। যার মধ্যে আরাফাত পেয়েছেন ৯৪ ভোট। আর হিরো আলম পেয়েছেন ২৪ ভোট। একই স্কুলের ১২২ নম্বর কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৮৪২ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ১৩৫। এর মধ্যে আরাফাত পেয়েছেন ১০৫ ভোট। আর হিরো আলম পেয়েছেন ১৭ ভোট। এই স্কুলের ১২৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৯৬ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ১০৩ জন। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৭৯ ভোট। হিরো আলম পেয়েছেন ১২ ভোট।
১২৪ নম্বর বিএফ শাহীন কলেজ, তেজগাঁও কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৯৪টি। যার মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। এই কেন্দ্রে আরাফাত পেয়েছেন ৫৩ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৫০ ভোট। ৭ নম্ব
র কেন্দ্রে ১৮৬০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১২৪ ভোট, আর একতারা পেয়েছে ১৩ ভোট। ৮ নম্বর কেন্দ্রে ১৮৫২ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১১৯ ভোট, আর একতারা পেয়েছে ২৩ ভোট। ভোটের হার ৮.২৬। ১৩ নম্বর কেন্দ্রে ৩০২১ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৪৪১ ভোট, আর একতারা পেয়েছে ১৪৩ ভোট। ১৪ নম্বর কেন্দ্রে ৩০১০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৩৬৪ ভোট, আর একতারা পেয়েছে ৯২ভোট। ১৫ নম্বর কেন্দ্রে ২৯৮৫ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৩০৫ ভোট, আর একতারা পেয়েছে ৪১ ভোট। ভোটের হার ১৩.০৭ শতাংশ। ১৬ নম্বর কেন্দ্রে ২৯৫৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৯৮ ভোট, আর একতারা পেয়েছে ২৯ ভোট। ভোটের হার ৮.৫৩শতাংশ। ২১ নম্বর কেন্দ্রে ২৪০৯ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২৭৪ ভোট, আর একতারা পেয়েছে ১১২ ভোট। ভোটের হার ১৯.৫১ শতাংশ। ২২ নম্বর কেন্দ্রে ২৩৭৩ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৮৪ ভোট, আর একতারা পেয়েছে ৫২ ভোট। ভোটের হার ১২.০৯ শতাংশ।
১ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৬৯টি ভোট, আর একতারা পেয়েছে ১১৪টি ভোট। ভোটের হার ২২.৩১ শতাংশ। ২ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৫৮টি ভোট, আর একতারা পেয়েছে ২৭টি ভোট। ভোটের হার ১৪.৭৭ শতাংশ। ৩ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৪৩টি ভোট, আর একতারা পেয়েছে ১১৫টি ভোট। ভোটের হার ১৪.৪৩ শতাংশ। ৪ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩২১টি ভোট, আর একতারা পেয়েছে ২৪টি ভোট। ভোটের হার ১১. ৫৮ শতাংশ। ৫ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৯৫টি ভোট, আর একতারা পেয়েছে ৪৫টি ভোট। ভোটের হার ১৩.৬৬ শতাংশ। ৬ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৮০টি ভোট, আর একতারা পেয়েছে ৬২টি ভোট। ভোটের হার ২০.৪৫ শতাংশ। ৯ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৩৪টি ভোট, আর একতারা পেয়েছে ৩৮টি ভোট। ভোটের হার ১৫.৬৩ শতাংশ। ১০ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২২০টি ভোট, আর একতারা পেয়েছে ৬৩টি ভোট। ভোটের হার ১৬.৭৮ শতাংশ। ১১ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৮৩টি ভোট, আর একতারা পেয়েছে ৬টি ভোট। ভোটের হার ১০.৫৯ শতাংশ। ১২ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৩১টি ভোট, আর একতারা পেয়েছে ১২টি ভোট।
ভোটের হার ৮.৫৭ শতাংশ। ১৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৬০০টি ভোট, আর একতারা পেয়েছে ১৬১টি ভোট। ভোটের হার ২৪.৪৫ শতাংশ। ১৮ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৫১০টি ভোট, আর একতারা পেয়েছে ৯২টি ভোট। ভোটের হার ১৮.৯৮ শতাংশ। ১৯ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৮৬টি ভোট, আর একতারা পেয়েছে ৩২টি ভোট। ভোটের হার ১৪.১৫ শতাংশ। ২০ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৩৪টি ভোট, আর একতারা পেয়েছে ২৩টি ভোট। ভোটের হার ৮.৬৬ শতাংশ। ২৩ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৮১টি ভোট, আর একতারা পেয়েছে ৩৩টি ভোট। ভোটের হার ১০.৫১ শতাংশ। ২৪ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৬টি ভোট, আর একতারা পেয়েছে ১১টি ভোট। ভোটের হার ৪.৬৮ শতাংশ। ২৫ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৪২টি ভোট, আর একতারা পেয়েছে ৮৪টি ভোট। ভোটের হার ১৮.৬১ শতাংশ। ২৬ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৪০টি ভোট, আর একতারা পেয়েছে ৮০টি ভোট। ভোটের হার ১৪.৮৬ শতাংশ।
২৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৫৫টি ভোট, আর একতারা পেয়েছে ৬০টি ভোট। ভোটের হার ৯.৮৬ শতাংশ। ২৮ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৫১টি ভোট, আর একতারা পেয়েছে ২৫টি ভোট। ভোটের হার ৮.৪১ শতাংশ। ২৯ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১১৫টি ভোট, আর একতারা পেয়েছে ১২টি ভোট। ভোটের হার ৬.২৫ শতাংশ। ৩০ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৫৩২টি ভোট, আর একতারা পেয়েছে ৯৩টি ভোট। ভোটের হার ২৩.৮১ শতাংশ। ৩১ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪০৫টি ভোট, আর একতারা পেয়েছে ৭৮টি ভোট। ভোটের হার ১৮.৬৭ শতাংশ। ৩২ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৯৯টি ভোট, আর একতারা পেয়েছে ৯৩টি ভোট। ভোটের হার ১৯.৬৮ শতাংশ। ৩৩ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৮২টি ভোট, আর একতারা পেয়েছে ২৫টি ভোট। ভোটের হার ২৯.৩৬ শতাংশ। ৩৪ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৯৬টি ভোট, আর একতারা পেয়েছে ২৫টি ভোট।
ভোটের হার ১৫.৫৮ শতাংশ। ৩৫ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৭৪টি ভোট, আর একতারা পেয়েছে ২৩টি ভোট। ভোটের হার ১৪.৫৪ শতাংশ। ৩৬ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪২৪টি ভোট, আর একতারা পেয়েছে ৪৬টি ভোট। ভোটের হার ২১.৫১ শতাংশ। ৩৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৬২টি ভোট, আর একতারা পেয়েছে ৪৩টি ভোট। ভোটের হার ১৯.০১ শতাংশ। ৩৮ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৪৪টি ভোট, আর একতারা পেয়েছে ৫৪টি ভোট। ভোটের হার ১৮.৭৯ শতাংশ। ৩৯ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৫২৫টি ভোট, আর একতারা পেয়েছে ৩২টি ভোট। ভোটের হার ১৭.০৯ শতাংশ। ৪০ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৬৮টি ভোট, আর একতারা পেয়েছে ২০টি ভোট। ভোটের হার ১৪.৬১ শতাংশ।
৪১ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩০৫টি ভোট, আর একতারা পেয়েছে ২৩টি ভোট। ভোটের হার ১৯.০৩ শতাংশ। ৪২ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৯১টি ভোট, আর একতারা পেয়েছে ১৬টি ভোট। ভোটের হার ১২.৪৬ শতাংশ। ৪৩ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৪০টি ভোট, আর একতারা পেয়েছে ১৪টি ভোট। ভোটের হার ১১.৬২ শতাংশ। ৪৪ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২০১টি ভোট, আর একতারা পেয়েছে ৭৫টি ভোট। ভোটের হার ৭.৬৫ শতাংশ। ৪৫ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৫৩২টি ভোট, আর একতারা পেয়েছে ৫৫টি ভোট। ভোটের হার ১৮.৯৬ শতাংশ। ৪৬ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৭৫টি ভোট, আর একতারা পেয়েছে ১০টি ভোট। ভোটের হার ১১.৪০ শতাংশ। ৪৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৭৯টি ভোট, আর একতারা পেয়েছে ৩৩টি ভোট। ভোটের হার ১৪.৩৫ শতাংশ। ৪৮ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২২৯টি ভোট, আর একতারা পেয়েছে ৬টি ভোট। ভোটের হার ১৩.৫২ শতাংশ। ৪৯ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২০২টি ভোট, আর একতারা পেয়েছে ২৯টি ভোট। ভোটের হার ১২.০৩ শতাংশ। ৫০ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৯টি ভোট, আর একতারা পেয়েছে ০৫টি ভোট। ভোটের হার ৫.২৯ শতাংশ।
৫১ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩১৯টি ভোট, আর একতারা পেয়েছে ১৯টি ভোট। ভোটের হার ১১.০৩ শতাংশ। ৫২ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩২৩টি ভোট, আর একতারা পেয়েছে ১৯টি ভোট। ভোটের হার ১১.৪১ শতাংশ। ৫৩ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৭৯টি ভোট, আর একতারা পেয়েছে ২০টি ভোট। ভোটের হার ০৬.৪৮ শতাংশ। ৫৪ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৬০টি ভোট, আর একতারা পেয়েছে ৩২টি ভোট। ভোটের হার ৯.১৭ শতাংশ। ৫৫ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৫০টি ভোট, আর একতারা পেয়েছে ৮৩টি ভোট। ভোটের হার ২৫.৮১ শতাংশ। ৫৬ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৬৪৫টি ভোট, আর একতারা পেয়েছে ৫৯টি ভোট। ভোটের হার ২১.৪৭ শতাংশ। ৫৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৮৭টি ভোট, আর একতারা পেয়েছে ৭৬টি ভোট। ভোটের হার ১৪.৪২ শতাংশ। ৫৮ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৮৫টি ভোট, আর একতারা পেয়েছে ৮৮টি ভোট। ভোটের হার ১৬.০৬ শতাংশ। ৫৯ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ১৫৯টি ভোট, আর একতারা পেয়েছে ৭০টি ভোট। ভোটের হার ৯.১২ শতাংশ। ৬০ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ৩১৯টি ভোট, আর একতারা পেয়েছে ৩৮টি ভোট। ভোটের হার ১৪.৩২ শতাংশ।
এদিকে ৬১ নম্বর কেন্দ্রে ২৩০৫ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৬৪ ভোট, আর একতারা পেয়েছে ১৮ ভোট। ভোটের হার ৩.৮২ শতাংশ। ৬২ নম্বর কেন্দ্রে ২২৫৬ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৪১ ভোট, আর একতারা পেয়েছে ১৫ ভোট। ভোটের হার ২.৬২ শতাংশ। ৬৩ নম্বর কেন্দ্রে ২৫৮৮ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২১৭ ভোট, আর একতারা পেয়েছে ৮৯ ভোট। ভোটের হার ১২.৫৬ শতাংশ। ৬৪ নম্বর কেন্দ্রে ২৫৮৯ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২২৬ ভোট, আর একতারা পেয়েছে ৬০ ভোট। ভোটের হার ১১.৭৪ শতাংশ। ৬৫ নম্বর কেন্দ্রে ২৫৩৯ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১০৮ ভোট, আর একতারা পেয়েছে ৪০ ভোট। ভোটের হার ৬.১০ শতাংশ। ৬৬ নম্বর কেন্দ্রে ৩১২৯ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৭৯ ভোট, আর একতারা পেয়েছে ২৪ ভোট। ভোটের হার ৩.৪৫ শতাংশ। ৬৭ নম্বর কেন্দ্রে ৩০৫৮ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৭৭ ভোট, আর একতারা পেয়েছে ১৭ ভোট। ভোটের হার ৩.৩৭ শতাংশ। ৬৮ নম্বর কেন্দ্রে ২৫১৬ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২০৬ ভোট, আর একতারা পেয়েছে ৫২ ভোট। ভোটের হার ১১.৪৯ শতাংশ। ৬৯ নম্বর কেন্দ্রে ২৫২০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২১২ ভোট, আর একতারা পেয়েছে ৬৬ ভোট। ভোটের হার ১২.১৮ শতাংশ।
৭০ নম্বর কেন্দ্রে ২৫২০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৫৪ ভোট, আর একতারা পেয়েছে ৫৭ ভোট। ভোটের হার ৯.৪৮ শতাংশ। ৭১ নম্বর কেন্দ্রে ২৪৮৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৬৭ ভোট, আর একতারা পেয়েছে ৪৭ ভোট। ভোটের হার ৯.২৬ শতাংশ। ৭২ নম্বর কেন্দ্রে ২৬২৫ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৯১ ভোট, আর একতারা পেয়েছে ১৮ ভোট। ভোটের হার ৪.৫৭ শতাংশ। ৭৩ নম্বর কেন্দ্রে ২৬২৮ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৯২ ভোট, আর একতারা পেয়েছে ১৮ ভোট। ভোটের হার ৪.৯১ শতাংশ। ৭৪ নম্বর কেন্দ্রে ২৬৭৭ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১১২ ভোট, আর একতারা পেয়েছে ১৪ ভোট। ভোটের হার ৫.১২ শতাংশ। ৭৫ নম্বর কেন্দ্রে ২৬২২ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২০৩ ভোট, আর একতারা পেয়েছে ৯৮ ভোট। ভোটের হার ১২.৪৩ শতাংশ। ৭৬ নম্বর কেন্দ্রে ২৫৯৬ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৮৩ ভোট, আর একতারা পেয়েছে ৬৭ ভোট। ভোটের হার ১০.৭৫ শতাংশ।
৭৭ নম্বর কেন্দ্রে ২৩৩৭ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১২১ ভোট, আর একতারা পেয়েছে ২১ ভোট। ভোটের হার ৬.৬৮ শতাংশ। ৭৮ নম্বর কেন্দ্রে ২৩৫৮ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৮৯ ভোট, আর একতারা পেয়েছে ২২ ভোট। ভোটের হার ৫.৩৪ শতাংশ। ৭৯ নম্বর কেন্দ্রে ২২২৬ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২১২ ভোট, আর একতারা পেয়েছে ৫৫ ভোট। ভোটের হার ১২.৯৮ শতাংশ। ৮০ নম্বর কেন্দ্রে মোট ২২৩০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২৪৬ ভোট, আর একতারা পেয়েছে ৪০টি ভোট। ভোটের হার ১৩.৭২ শতাংশ। ৮১ নম্বর কেন্দ্রে ২০৭৮ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২১৭ ভোট, আর একতারা পেয়েছে ৫৯ ভোট। ভোটের হার ১৪.৪৯ শতাংশ। ৮২ নম্বর কেন্দ্রে ৩০১৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৯০ ভোট, আর একতারা পেয়েছে ২৩ ভোট। ভোটের হার ৭.৬৬ শতাংশ। ৮৩ নম্বর কেন্দ্রে ৩০২৭ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৯৭ ভোট, আর একতারা পেয়েছে ২৩ ভোট। ভোটের হার ৭.৮০ শতাংশ।
৮৪ নম্বর কেন্দ্রে ১৯০৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৫৪ ভোট, আর একতারা পেয়েছে ৫১ ভোট। ভোটের হার ১১.৫৫ শতাংশ। ৮৫ নম্বর কেন্দ্রে ১৮৪৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৫৫ ভোট, আর একতারা পেয়েছে ৪২ ভোট। ভোটের হার ১১.৫৫ শতাংশ। ৮৬ নম্বর কেন্দ্রে ৩১২৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৩০ ভোট, আর একতারা পেয়েছে ১৯ ভোট। ভোটের হার ৫.৩৫ শতাংশ। ৮৭ নম্বর কেন্দ্রে ২৭২৩ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৫৭৫ ভোট, আর একতারা পেয়েছে ৭৫ ভোট। ভোটের হার ২৪.৮৬ শতাংশ। ৮৮ নম্বর কেন্দ্রে ২৭০০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৩৪৮ ভোট, আর একতারা পেয়েছে ৭৯ ভোট। ভোটের হার ১৬.৮৫ শতাশ। ৮৯ নম্বর কেন্দ্রে ২৭৩৫ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২১৭ ভোট, আর একতারা পেয়েছে ৭৭ ভোট। ভোটের হার ১১.৬৬ শতাংশ। ৯০ নম্বর কেন্দ্রে ২৬২৮ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২০৯ ভোট, আর একতারা পেয়েছে ৬২ ভোট। ভোটের হার ১০.৯৬ শতাংশ।
৯১ নম্বর কেন্দ্রে ২৭২৩ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৪০৯ ভোট, আর একতারা পেয়েছে ৮৭ ভোট। ভোটের হার ১৯.৩৫ শতাংশ। ৯২ নম্বর কেন্দ্রে ২৪০৩ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২৪৯ ভোট, আর একতারা পেয়েছে ৩১ ভোট। ভোটের হার ১২.২৮ শতাংশ। ৯৩ নম্বর কেন্দ্রে ২৩০৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৩০১ ভোট, আর একতারা পেয়েছে ৫২ ভোট। ভোটের হার ১৬.৩৬ শতাংশ। ৯৪ নম্বর কেন্দ্রে ২৩৪০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৭৯ ভোট, আর একতারা পেয়েছে ৩১ ভোট। ভোটের হার ১০.২৬ শতাংশ। ৯৫ নম্বর কেন্দ্রে ২৩০৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১৯৩ ভোট, আর একতারা পেয়েছে ২৬ ভোট। ভোটের হার ১০.৬০ শতাংশ। ৯৬ নম্বর কেন্দ্রে ২৩৭৬ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ১২৮ ভোট, আর একতারা পেয়েছে ১৮ ভোট। ভোটের হার ৬.৭৮ শতাংশ। ৯৭ নম্বর কেন্দ্রে ২৪৩৪ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২০৮ ভোট, আর একতারা পেয়েছে ৩৮ ভোট। ভোটের হার ১০.৮১ শতাংশ। ৯৮ নম্বর কেন্দ্রে ১৪৮০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৩১৩ ভোট, আর একতারা পেয়েছে ৩৫ ভোট। ভোটের হার ২৪.৬৬ শতাংশ। ৯৯ নম্বর কেন্দ্রে ৩১৪০ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ২১০ ভোট, আর একতারা পেয়েছে ৭২ ভোট। ভোটের হার ৯.৪৯ শতাংশ। ১০০ নম্বর কেন্দ্রে ২৭৬৭ ভোটারের মধ্যে নৌকা পেয়েছে ৭৩ ভোট, আর একতারা পেয়েছে ১৮ ভোট। ভোটের হার ৩.৪৭ শতাংশ।
ফলাফল বিশ্লেষণ করে আরও জানা যায়, ২৯টি কেন্দ্রে ১০০ এর কম ভোট পেয়েছেন আরাফাত। আর ৫০ ভোটের কম পেয়েছেন ১১টি কেন্দ্রে। কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল) ১টি, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) ৮৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি) ৭৫, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ৭, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) ৩৪ এবং নির্বাচনের দিন ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী মো তারিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক) ৮৪টি কেন্দ্রে কোনো ভোট পাননি।
ভোটের হারের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, টার্ন আউট আরও বেশি হলে ভালো হতো। তবে ইসি তো ভোট জোর করে নিতে পারে না। যেমন অস্ট্রেলিয়ায় ভোট দিতে না গেলে ৫০ ডলার জরিমানা। সেটা তো আর আমরা করতে পারি না। সূত্র: মানবজমিন
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |