আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৯
চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আসরে এটা প্রোটিয়াদের টানা দ্বিতীয় জয় আর অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় হার।
আজ ভারতের লখনৌতে আগে ব্যাটিং করে ৩১১ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ১০৯ রান করেন কুইন্টন ডি কক। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৭৭ রানে গুটিয়ে যায় অজিরা। আফ্রিকার জার্সিতে ৩৩ রানে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা। এছাড়া জোড়া উইকেট নেন কেশব মহারাজ, তাবরিজ শামসি ও মারকো জনসেন।
দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩১১ রান
চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করে ৩১১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করেন কুইন্টন ডি কক।
বাভুমাকে ফেরালেন ম্যাক্সওয়েল
দক্ষিণ আফ্রিকার দলীয় ১০৮ রানে প্রথম উইকেট পেলো অস্ট্রেলিয়া। ৫৫ বলে ৩৫ রান করা টেম্বা বাভুমাকে ফেরালেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯.৪ ওভারে অজি স্পিনারের বল খেলতে গিয়ে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হন প্রোটিয়া অধিনায়ক।
দৃঢ় ব্যাটিং দক্ষিণ আফ্রিকার
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৩ ওভার শেষে ওপেনিং জুটিতে ৭০ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা।
টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |