আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০২
বিডি দিনকাল ডেস্ক : যুগপৎ আন্দোলনে নিষ্ক্রিয় বেশ কয়েকটি উপজেলা ও থানা কমিটিকে শোকজ করেছে বিএনপি। শুক্রবার এ শোকজ বার্তা পাঠিয়েছে দলটি। বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত চিঠি উপজেলা ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়। কর্মসূচিতে নিষ্ক্রিয় নেতাদের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি’র দপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যে চিঠির ব্যাখ্যা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে চিঠিতে। জানা যায়, গত ৮ই জুলাই দেশের ১৩টি মহানগরীর ১২৮টি সাংগঠনিক থানায় এবং সাড়ে ৫০০ উপজেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ২ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা। এরমধ্যে বেশ কয়েকটি উপজেলা ও থানায় ওইদিন অবস্থান কর্মসূচি পালিত হয়নি। এমনকি কেন্দ্রীয় ও জেলার নেতারা উপজেলায় গেলেও কর্মসূচি পালন করেনি উপজেলা ও থানা বিএনপি। তারই অংশ হিসেবে ওসব কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেন, এটি দলের অভ্যন্তরীণ ও সাংগঠনিক বিষয়।
এটি নতুন কিছু নয়। এর আগেও কয়েকটি জেলা কমিটি ও কয়েকজন কেন্দ্রীয় নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যেসব কমিটি ও নেতারা কেন্দ্রীয় কর্মসূচিতে গাফিলতি করেছেন তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অনেকেই ব্যাখ্যা দিয়েছেন। ৮ই এপ্রিল কয়েকটি উপজেলা ও থানায় ঘোষিত অবস্থান কর্মসূচি পালিত হয়নি। কেন হয়নি তা আমরা জানতে চেয়েছি। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি থাকে না। আবার কখনো কখনো একইদিনে একই অবস্থানে অন্যপক্ষের কর্মসূচি থাকে।
এদিকে সরকারবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে রমজান মাসেও কর্মসূচি পালন করেছে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে রমজান মাসেও ১০ দিনের কর্মসূচি পালন করে দলটি। এরমধ্যে পহেলা এপ্রিল থেকে সারা দেশের সাংগঠনিক সব মহানগর ও জেলা, সব মহানগরের থানা ও জেলার উপজেলা এবং ইউনিয়নে ৯ দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন পালন করে দলটি। গত ৮ই এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি থানায় এবং সাড়ে ৫শ’ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬শ’ স্থানে একযোগে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি স্থানে পালন হয়নি গণঅবস্থান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র কেন্দ্রীয় একজন নেতা বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনায় ওইসব কর্মসূচি পালনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতাদের অংশ নিতে বলা হয়েছিল। পৌর ইউনিটের নেতাকর্মীদের উপজেলার কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছিল। কিন্তু স্থানীয় নেতাদের নানা অজুহাতের কারণে কর্মসূচি পালন করা হয়নি। এরমধ্যে ঢাকা মহানগর দক্ষিণের প্রায় ৮টি থানা কর্মসূচি পালন করেনি। এসব বিষয়ে দলের কেন্দ্রীয় মনিটরিং টিম যাচাই-বাছাই করে দলের হাইকমান্ডকে অবহিত করে। ওই প্রতিবেদনের আলোকে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ নিয়ে আলোচনা করেন নেতারা। এতে আগামীতে সরকার পতনের এক দফার আন্দোলনকে গুরুত্ব দিয়ে এখনই তৃণমূলে কঠোর বার্তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যেসব সাংগঠনিক কমিটি কর্মসূচি পালনে অবহেলা প্রদর্শন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
এদিকে যেসব থানা ও উপজেলা কমিটি দায়সারা কর্মসূচি পালন করেছে বলে দলের কাছে প্রতীয়মান হয়েছে তাদেরকেও সতর্ক করা হয়েছে। মৌখিকভাবে এ সতর্কতা উচ্চারণ করা হয়েছে। আগামীতে সর্বাত্মকভাবে মাঠের কর্মসূচি পালনে ব্যর্থ হলে কমিটি ভেঙে দেয়া হবে বলে তাদেরকে জানানো হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |