- প্রচ্ছদ
-
- ঢাকা
- নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে,গায়েবী মামলা মোকদ্দমা দিয়ে আর কোনো কাজ হবে না — আমীর খসরু
নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে,গায়েবী মামলা মোকদ্দমা দিয়ে আর কোনো কাজ হবে না — আমীর খসরু
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, মানিকগঞ্জে সেওতা মডেল হাই স্কুল এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘পদযাত্রায়’
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে পুলিশের সাহায্য নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিকভাবে পরাজিত হয়েছে। এ জন্য তাদের পুলিশের সাহায্যের প্রয়োজন হয়েছে। পরাজিত হয়েছে বলেই আওয়ামী সন্ত্রাসীদের সাহায্য নিতে হয়। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বলেই গুম, খুন,হত্যা, মিথ্যা, গায়েবী মামলার আশ্রয় নিতে হয়েছে।
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, মানিকগঞ্জে সেওতা মডেল হাই স্কুল এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘পদযাত্রায়’ তিনি এসব মন্তব্য করেন। পদযাত্রাটি মডেল হাই স্কুল থেকে সেওতা সড়ক হয়ে বান্দুটিয়া মোড়ে গিয়ে শেষ হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দখল, লুণ্ঠন, টেন্ডারবাজী ও দুর্নীতির। ভোট চুরি আওয়ামী লীগের রাজনীতিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে তাদের দলের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পর্ক রাখে চান না।’
তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাজনীতি করে। তাই জনগণ আমাদের সঙ্গে আজ রাজপথে নেমেছেন। গ্রাম থেকে শুরু করে বিভাগীয় জনসভা ও পদযাত্রা কর্মসূচিতে লাখ লাখ জনতা অংশ নিয়েছেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, দেশের মালিকানা, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ও জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে লাখ লাখ জনতা আজ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমেছেন। যত দিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হয়, ততদিন কেউ ঘরে না ফেরার শপথ করেছেন। বিএনপির নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছেন। মামলা মকদ্দমা, গায়েবী মামলা দিয়ে কোনো কাজ হবে না।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মানিকগঞ্জের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। প্রয়োজনে জীবন দেওয়ার প্রস্তুতি থাকতে হবে।’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আরও মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, গোলাম আবেদিন কায়সার প্রমুখ।
Please follow and like us:
20 20