আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৬
নেদারল্যান্ডস:- নেদারল্যান্ডসের আমস্টার্ডামে সুপরিচিত অপরাধ বিষয়ক সাংবাদিক পিটার আর ডি ভ্রাইসকে অস্ত্রধারী গুলি করেছে। আমস্টার্ডামের রাস্তায় মঙ্গলবার রাতে গুলির পর মারাত্মক আহত পিটার রাস্তায় পড়ে ছিলেন। তাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় সম্প্রচার মাধ্যম এনওএস থেকে বলা হয়েছে, টিভির একটি চ্যাট শোতে অংশ নেয়ার কয়েক মিনিট পরেই রাস্তায় তার ওপর ওই হামলা হয়। ভিডিওতে দেখানো হয়, তিনি রাস্তায় পড়ে আছেন। তার মাথায় গুলি করা হয়েছে। খুব কাছ থেকে ৫ রাউন্ড গুলি করা হয়েছে।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রত্যক্ষদর্শীয়দের উদ্ধৃতি দিয়ে এনওএস বলেছে- একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তিনি অপরাধ নিয়ে কাজ করছিলেন।
এ জন্য তাকে হুমকি দেয়া হয়েছিল। এরপর থেকেই কর্তৃপক্ষ তাকে পুলিশি নিরাপত্তা দিয়েছিল। তা সত্ত্বেও কিভাবে তাকে গুলি করা হলো তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আমস্টার্ডামের মেয়র ফেমকি হালসেমা বলেছেন, জীবনের সঙ্গে লড়াই করছেন সাংবাদিক পিটার। তার ওপর এই হামলাকে তিনি নিষ্ঠুর এবং হৃদয়হীন হামলা বলে এর নিন্দা জানিয়েছেন। ওদিকে পুলিশ বলেছে, এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারা তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই হামলা হয়েছিল। সন্দেহজনকভাবে দু’ব্যক্তিকে লিডশেনড্যামে এ৪ মোটারওয়েতে একটি গাড়ি থেকে এবং তৃতীয়জনকে আমস্টার্ডাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এদের মধ্যেই আছে অস্ত্রধারী হামলাকারী।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেয়ার জন্য এবং এসব ব্যক্তিকে শনাক্ত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তারা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
সাংবাদিক পিটারকে গুলি করার খবরে শুধু ডাচ সমাজই বিস্মিত হয়েছে এমন নয়, একই সঙ্গে সাংবাদিক এবং অপরাধ বিষয়ক সমাজেও এটা নাড়া দিয়েছে। মেয়র ফেমকে হালসেমা সাংবাদিক পিটারকে একজন জাতীয় বীর, সাহসী, ন্যায়বিচারের পক্ষে, মুক্ত অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, তিনি অসহায় মানুষদের, নিহত শিশুদের পিতামাতাদের সহায়তা করতেন।
হামলার নিন্দা জানিয়ে একে ‘নৃশংস হামলা’ বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে ডাচ বার এসোসিয়েশন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |