আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৯
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম মাইজচরা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় রমিজ উদ্দিন ও গিয়াস উদ্দিন নামে দুই যুবককে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হারুনুর রশিদ মোল্লা পশ্চিম মাইজচরা গ্রামের নজিবুল হকের ছেলে। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুবার বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
নিহত হারুন মোল্লার ভাই আমিনুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ছেলে রমিজ উদ্দিনকে নিয়ে স্থানীয় চৌকিদার বাজারের দিকে যাচ্ছিলেন হারুনুর রশিদ মোল্লা। এ সময় বাজারের পশ্চিম পাশে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা হারুন মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হারুনুর রশিদ মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় আহত আরো দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে সুধারাম মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |