আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১৫
শরীয়তপুর প্রতিনিধি::-পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নৌকার বিরুদ্ধে অবস্থানকারী বেঈমানদের ক্ষমা নাই। কারণ, নৌকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতিক। তাই নৌকা বিজয়ী হলে আওয়ামীলীগ এগিয়ে যায়, আর আওয়ামীলীগ এগিয়ে গেলে শেখ হাসিনা এগিয়ে যায়, আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। আর বাংলাদেশ এগিয়ে যাওয়া মানে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করাই আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। নৌকার তলা যারা ফুটো করার চেষ্টায় মত্ত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। যারা বিদ্রোহীদের প্রশয় ও মদদ দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ নৌকাকে বিজয়ী করবে।
শুক্রবার (৮ জানুয়ারী ২০২১) সকালে নড়িয়া উপজেলার চাকধ উচ্চ বিদ্যালয় মাঠে নড়িয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারন সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি হাজ্বী ওহাব বেপারী, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, জেলার আইন সম্পাদক ও নড়িয়া পৌরসভার আওয়ামীলীগ মনোনীত নৌকার মার্কার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাদশা শেখ, সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, পৌরসভার সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক আবু জাফর শেখ প্রমূখ।
এনামুল হক শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়ন, অগগ্রতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সারাদেশের ন্যায় নড়িয়া-সখিপুরেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। এখন আর নড়িয়ায় পদ্মার ভাঙনে এক ইঞ্চি জমিও ভাঙে না। এখন পদ্মারপাড়ে বেড়িবাঁধ হচ্ছে। তাই সকল নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তারই ধারাবাহিতায় নড়িয়ায় নৌকার প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ জেলার অন্যান্য পৌরসভার নৌকার প্রার্থীদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |