- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলের পল্লীতে ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী
নড়াইলের পল্লীতে ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলের কালিয়া থানাধীন পেরলী বাজার ইসলামী ব্যাংকের সন্নিকটে আমি এ এস আই আনিস,, এস,আই মনির স্যারের এর সহযোগিতায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী ১/মোঃ আরমান মোল্ল্যা (২৪) পিতাঃ নুর ইসলাম,মাতাঃ সাবিনা বেগম কে (৫০) পিস ইয়াবা ট্যাবলেট ২/মোঃ অলিফ খান(৩১), পিতা মৃত আলী আহম্মেদ খান,মাতাঃ ফাতেমা খান এর নিকট হইতে (২০) বিশ পিচ ইয়াবা ট্যাবলেট, উভায় সাং চন্দ্রপুর, থানাঃ অভায়নগর,জেলাঃ যশোরদের কে (৫০+২০)মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট আসামিদ্বয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালীন সময়ে হাতেনাতে গ্রেপ্তার পূর্বক, আসামিদেরকে কালিয়া থানায় হস্তান্তর করা হইল। নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার- নড়াইল জেলা স্যারের নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে, ইং ১২/০১/২১ তারিখ, রাত ০৯,৩০ ঘটিকার সময়।
Please follow and like us:
20 20