উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ-নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার সংলগ্ন সরোয়ারের বাড়িতে টাকায় জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়ী কে অাটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসঅাই মারুফ, ও এএসঅাই মিকাইল সঙ্গীয় ফোর্সসহ ২২/১০/২০২০ তারিখ : বিকাল ৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে, অামাদা গ্রামের তরিকুলের ছেলে নাইম মন্ডল, জিন্নাহ শেখের ছেলে সজিব শেখ অামাদা,খবির শেখের ছেলে মিলন শেখ ভাটপাড়া, অামজেদ মোল্লার ছেলে মনিরুল মোল্লা চরকুমড়ী, টুকু মিয়ার ছেলে অালাউদ্দিন বাগডাঙ্গা, মুজিবর খানের ছেলে ছরোয়ার খান, কুমড়ী,সোয়েব মোল্লার ছেলে মনির মোল্লা কুমড়ী, বারী সদ্দারের ছেলে অালমগীর সরদার কুমড়ী পুর্বপাড়া লোহাগড়া নড়াইল কে জুয়া খেলা অবস্থায় অাটক করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়েদ অাশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জুয়াড়ীদেরকে অাটক করে অাদালতে প্রেরন করা হয়েছে।