- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের মধুমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নড়াইলের মধুমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ: ২ অক্টোবর, ২০২০ ১১:৩৭ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ –নড়াইলের কালিয়ায় মধুমতী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন নড়াগাতি থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (২ অক্টোবার) আনুমানিক সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার চর-ডুমুরিয়া মধুমতী নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিকে খবর দেয়। নড়াগাতি থানার অফিসার এস আই সনজিব ও বড়দিয়া নৌ পুলিশের এস,আই আসাদুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশের এস,আই আসাদুজ্জামান বলেন, সকালে স্থানীয় লোকজন খবর দিলে আমরা ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । লাশটির পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে ।
Please follow and like us:
20 20