আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৬
উজ্জ্বল রায, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলের মিঠাপুর-চাকুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা,১৪৪ধারা জারি।
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর-চাকুলিয়ায় বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক পরশ মনি বিশ্বাস ওরফে মন্টু ও তার মাকে মারপিট করে ও ভয়ভীতি প্রদর্শন করে বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ জিয়াউর রহমান, তার বেপরোয়া স্ত্রী সালমা খানমসহ কতিপয় সন্ত্রাসী।
ঘটনা উল্লেখ করে জমির মালিক পরশ মনি বিশ্বাস ওরফে মন্টু গত ১৮ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌ:কা:বি:১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। উজ্জ্বল রায, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলার বিবরণে জানা যায়,মতুয়া মিশনের সাবেক যুগ্ন মহাসচিব ও হরিগুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক পরশ মনি বিশ্বাস ওরফে মন্টু মিঠাপুর মৌজার চাকুলিয়া গ্রামে কবলা দলিলমূলে ক্রয়কৃত নালিশী ৩৩৯২ দাগের ২৩শতক জমিতে ৭৫ বছরের বৃদ্ধা মা গৌরি রানী বিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস ও ভোগদখল করে আসছেন। ওই জমিতে পরশ মনি বিশ্বাসের বাড়ির জমির পূর্ব পার্শ্বে পশ্চিম মূখি বসত ঘর, মৃত বাবা শিরিষ চন্দ্র বিশ্বাসের সমাধি,উত্তর পোতায় রান্নাঘর, হরিগুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি কেন্দ্র, একটি হরিমন্দির,তুলশি মন্দিরসহ ফলজ ও বনজ গাছপালা রয়েছে।গত ১৭ এপ্রিল বিকাল ৪ঘটিকার সময় নালিশী জমির উত্তর পার্শে বসবাসরত জিয়াউর রহমান,তার স্ত্রী সালমা খানম ও ছেলে জাহিদ হোসেনসহ ৬/৭ জন সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা নিয়ে পরশ মনি বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা চালায়।বাড়ি দখলের এ অপচেষ্টা ঠেকাতে পরশ মনি বিশ্বাস তার বৃদ্ধা গৌরি রানী বিশ্বাস, প্রতিবেশী দীন ইসলাম,তার স্ত্রী হালিমা এবং দীন ইসলামের বৃদ্ধা মা কুলসুম বেগম (৬৫) এগিয়ে আসলে তাদেরকে বেধড়ক মারপিট করে এবং রান্নার চুলা ভেঙ্গে দেয় চিহ্নিত ওই জবরদখলকারীরা ও তাদের লোকজন।স্থানীয় এক জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদে একপর্যায়ে তারা জোরপূর্বক পরশ মনির উঠানের মাঝখানে টিনের বেড়া দিয়ে ঘিরে দেয় বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান।তাদের আর্তচিৎকারে প্রতিবেশী অন্যান্য লোকজন এগিয়ে আসলে বাড়ি দখলকারীরা চলে যায়।চলে যাবার সময় বাড়ির জমি দখলকারীরা এই মর্মে হুমকি দেয় যে,অচিরেই তারা এ বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ও জমি-জমা দখল করিবে।
গত ১৮ এপ্রিল নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌ:কা:বি:১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের হলে বিজ্ঞ বিচারক ওই দিনের আদেশে বলেন নলিশী জমিতে শান্তি শৃংখলার জন্য ১৪৪ধারা জারি করা হলো।তিনি (বিচারক) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।এছাড়া লোহাগড়া উপজেলার সহকারি কমিশনারকে (এসিল্যান্ড) দখল বিষয়ক তদন্ত প্রতিবেদন প্রদান ও ২য় পক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
মামলার বাদী পরশ মনি জানান, আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা আমার জমিতে টিনের বেড়া দিয়েছে।আমাকেসহ বৃদ্ধা মাকে মারপিট করেছে, মায়ের রান্নার চুলা নষ্ট করেছে এবং বাড়ি দখলের হুমকি অব্যাহত রেখেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান,নালিশী জমিতে ১৪৪ধারা জারির পর দুইপক্ষকে সংযত থাকার জন্য বলা হয়েছে।কেউ ১৪৪ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |