আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫০
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল জেলা যুবলীগ অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম গ্রহন করেছে। দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর বিলে বিনামুল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান এসময় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, মোঃমাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে মাঠ জুড়ে ধান পেকে গেছে, কিন্তু শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছে না, বিশেষ করে দরিদ্র কৃষকেরা শ্রমিকের সংকটে হিমশিম খাচ্ছে। এমতবস্থায় নড়াইল জেলা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদকের নির্দেশক্রমে এবং সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার অনুপ্রেরনায় এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বিনামুল্যে কেটে দেওয়ার কার্যক্রম গ্রহন করেছে। মাঠের ধান কর্তন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |