- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে ইজিবাইক চোঁর চক্রের ১ সদস্য সহ পাঁচটি চোরাই ইজিবাইক উদ্ধার
নড়াইলে ইজিবাইক চোঁর চক্রের ১ সদস্য সহ পাঁচটি চোরাই ইজিবাইক উদ্ধার
প্রকাশ: ২৮ জুলাই, ২০২১ ৮:৩৭ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়’ নড়াইল থেকে: ইজিবাইক চোঁর চক্রের একজন সদস্যসহ পাঁচটি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করেছেন,নড়াইলের কালিয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় (২৬জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া ফেরীঘাট এলাকা থেকে চোঁর চক্রের সদস্য বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের রসুল ভূইয়ার ছেলে মিলন ভূঁইয়াকে একটি ইজিবাইকসহ আটক করা হয়।পরে মিলন ভূঁইয়ার তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার তেরখাদা থেকে আরও ৪টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।এ ঘটনায় কালিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ সহ ১০-১৫ জনের নামে মামলা দায়ের করা হয়ছে বলে জানান নড়াইলের কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া।
Please follow and like us:
20 20